০১:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫

নতুন গান নিয়ে এলেন রাপ্তি

রিপোর্টার
  • আপডেট সময় : ১০:২৬:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫
  • / ২০

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

প্রতিদিনের বিনোদন :

সম্প্রতি অস্ট্রেলিয়া প্রবাসী কণ্ঠশিল্পী রাপ্তি সারওয়াতের ইউটিউব চ্যানেল ‘রাপ্তি সারওয়াত’ এ মুক্তি পেয়েছে বাংলা সিনেমার জনপ্রিয় গান ‘একা আছি তো কি হয়েছে’। গানটিকে সম্পূর্ণ নতুন আঙ্গিকে সংগীতায়োজন করেছেন কানাডা প্রবাসী পল্লবী মজুমদার। এটির ভিডিও পরিচালনায় ছিলেন জোবায়ের শাওন। গানটি প্রকাশের পর রাপ্তিকে সবাই প্রশংসা করছেন।

গানটি করার নেপথ্যের গল্প জানতে চাইলে রাপ্তি জানান, শৈশব থেকে তিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী রুনা লায়লার একজন ভীষণ ভক্ত। রুনা লায়লার কণ্ঠ মাধুর্য আর অতুলনীয় গায়কী রাপ্তির হৃদয়ে সবসময়ই দোলা দেয়। তার একটি গান করার ইচ্ছা ছিল রাপ্তির অনেক আগে থেকেই। তাই ‘একা আছি তো কি হয়েছে’ একটি মিষ্টি প্রেমের গান যেটা রাপ্তি গাওয়ার জন্য বাছাই করে।

রাপ্তি পেশায় একজন চিকিৎসক। তিনি অস্ট্রেলিয়াতে বসবাস করছেন। এর পাশাপাশি তার সংগীতচর্চাও চলছে পুরোদমে। শৈশব থেকেই সংগীতচর্চা করছেন রাপ্তি। গান গেয়ে তিনি এখন থেকে অনেক পুরস্কার পেয়েছেন।

রাপ্তি নজরুলসংগীত, আধুনিক ও লোকসংগীতে সমান পারদর্শী। তিনি অস্ট্রেলিয়ার বিভিন্ন অনুষ্ঠানে গান করেন। তার স্বামী সাব্বিরও একজন সংগীতশিল্পী।


সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

নতুন গান নিয়ে এলেন রাপ্তি

আপডেট সময় : ১০:২৬:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

প্রতিদিনের বিনোদন :

সম্প্রতি অস্ট্রেলিয়া প্রবাসী কণ্ঠশিল্পী রাপ্তি সারওয়াতের ইউটিউব চ্যানেল ‘রাপ্তি সারওয়াত’ এ মুক্তি পেয়েছে বাংলা সিনেমার জনপ্রিয় গান ‘একা আছি তো কি হয়েছে’। গানটিকে সম্পূর্ণ নতুন আঙ্গিকে সংগীতায়োজন করেছেন কানাডা প্রবাসী পল্লবী মজুমদার। এটির ভিডিও পরিচালনায় ছিলেন জোবায়ের শাওন। গানটি প্রকাশের পর রাপ্তিকে সবাই প্রশংসা করছেন।

গানটি করার নেপথ্যের গল্প জানতে চাইলে রাপ্তি জানান, শৈশব থেকে তিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী রুনা লায়লার একজন ভীষণ ভক্ত। রুনা লায়লার কণ্ঠ মাধুর্য আর অতুলনীয় গায়কী রাপ্তির হৃদয়ে সবসময়ই দোলা দেয়। তার একটি গান করার ইচ্ছা ছিল রাপ্তির অনেক আগে থেকেই। তাই ‘একা আছি তো কি হয়েছে’ একটি মিষ্টি প্রেমের গান যেটা রাপ্তি গাওয়ার জন্য বাছাই করে।

রাপ্তি পেশায় একজন চিকিৎসক। তিনি অস্ট্রেলিয়াতে বসবাস করছেন। এর পাশাপাশি তার সংগীতচর্চাও চলছে পুরোদমে। শৈশব থেকেই সংগীতচর্চা করছেন রাপ্তি। গান গেয়ে তিনি এখন থেকে অনেক পুরস্কার পেয়েছেন।

রাপ্তি নজরুলসংগীত, আধুনিক ও লোকসংগীতে সমান পারদর্শী। তিনি অস্ট্রেলিয়ার বিভিন্ন অনুষ্ঠানে গান করেন। তার স্বামী সাব্বিরও একজন সংগীতশিল্পী।


সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন