চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি:
ভূমি মন্ত্রণালয়ের অধীনে অনলাইন জমাখারিজ, নামজারি, খতিয়ান, খাজনা দাখিলার আবেদনের সার্ভার জটিলতার কারণে সরকার হারাচ্ছে রাজস্ব, ভোগান্তি পোহাচ্ছে জনসাধারণ! গত কয়েক মাস ধরে অনলাইনে এসব সেবা বন্ধ থাকায় সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে সেবা প্রত্যাশীদের।
গত সোমবার দুপুরে চাটখিল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে গিয়ে দেখা যায়, উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত সেবা গ্রহীতারা কোন ধরনের সেবা না পেয়ে ফিরিয়ে যাচ্ছে। এ সময় পরকোট ইউনিয়নের ফাতেমা বেগম নামে এক বৃদ্ধ নারী জানান, তিনি বিগত ৬ মাস পূর্বে পৈত্রিক সম্পত্তির মালিকানার দাবিতে মিসকেইস করেন। মিসকেইসের আদেশ পাওয়া গেলেও সার্ভার জটিলতার কারণে তিনি খতিয়ানের আবেদন করতে পারছেন না এবং ভূমি উন্নয়ন কর (খাজনা) পরিশোধ করা যাচ্ছে না।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আকিব ওসমান জানান, কারিগরি ত্রুটির কারণে গত এক মাস থেকে জনসাধারণ সেবা বঞ্চিত হচ্ছে। সার্ভার আপডেট হওয়ার আগে অনলাইন সেবা দেওয়া যাচ্ছে না। তবে তিনি আশা করেন, খুব দ্রুত এই সমস্যার সমাধান হবে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না