মমিনুল ইসলাম :
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বাগানবাড়ী আইডিয়েল একাডেমির বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) বিকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মাহমুদা কুলসুম মনি বলেন, শুধু পড়াশোনা নয়, আলোকিত মানুষ হতে হবে। শিক্ষার্থীদের শুধু পড়াশোনা করলে হবে না, পড়াশোনার পাশাপাশি আলোকিত মানুষ হিসেবে শিক্ষার্থীদের সমাজে প্রতিষ্ঠিত করতে হবে।
তিনি বলেন, সুশিক্ষা অর্জনের মাধ্যমে শিশুদের আগামী বাংলাদেশের উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। আজকের শিশুরাই আগামীতে বাংলাদেশের নেতৃত্ব দিবে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আশরাফুল আলমের সভাপতিত্বে ও বাগানবাড়ী আইডিয়েল একাডেমির সিনিয়র শিক্ষক মো. জিয়াউল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাগানবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লা আল মামুন, বাগানবাড়ী আইডিয়েল একাডেমির প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল আজিজ, সিনিয়র শিক্ষক সাখোয়াত হোসেন, ছাত্রনেতা হাবিবুর রহমান প্রমুখ।
এসময় বিদ্যালয়ের সকল শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভার শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না