মতলবে অবৈধ ইটভাটায় ৩ লাখ টাকা জরিমানা
- আপডেট সময় : ০২:১৫:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫
- / ২৪
মমিনুল ইসলাম :
চাঁদপুরের মতলব উত্তরে এমএমবি মতিন-মনোয়ার (ব্রীকস) ইট ভাটায় হানা দিয়েছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। রবিবার (১০ ফেব্রুয়ারী-২০২৫) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমার নেতৃত্বে এমএমবি মতিন-মনোয়ার ইটভাটায় ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।
জানা যায়, উপজেলার সাদুল্ল্যাপুর ইউনিয়নের নায়াকান্দি বেরিবাদ সংলগ্ন এমএমবি মতিন-মনোয়ার ভাটা মালিক কর্তৃপক্ষ ইটভাটা পরিচালনায় প্রয়োজনীয় কাগজপত্র ও জেলা প্রশাসকের কোন অনুমতিপত্র ভ্রাম্যমাণ আদালতকে দেখাতে পারেনি। তাই ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) ২০১৩ (সংশোধিত ) ২০১৯ এর ৫(১) ও ৫(২) লংঘন করে ইটভাটা পরিচালনা করায় এমএমবি মতিন-মনোয়ার ব্রীকসকে ৩লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়। ইটভাটায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহায়তায় পানি দিয়ে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। অভিযানে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর মতলব উত্তপর ইনচার্জ ইন্সপেক্টর নুরুল করিম এবং আইন-শৃংখলা রক্ষার্থে মতলব উত্তর থানা পুলিশ ফোর্স সহায়তা করেন।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা বলেন, সরকারি নিয়মনীতি অমান্য করে ইট ভাটা গড়ে ওঠায় পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি আরও বলেন, সরকারের আদেশ অনুযায়ী ইট ভাটায় অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করা হয়েছে। আমাদের অভিযান চলমান থাকবে।