ছেংগারচর পৌর বাজার বণিক সমিতির নবনির্বাচিত সভাপতিকে ফুলেল শুভেচ্ছা
![](https://protidinernews.com/wp-content/uploads/2024/04/cropped-logo-1-2.jpg)
- আপডেট সময় : ০৭:০৯:৩৫ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫
- / ১৩০
![](https://protidinernews.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
মমিনুল ইসলাম :
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে চাঁদপুর জেলা বিএনপির সদস্য আব্দুল মান্নান লস্কর সভাপতি পদে নির্বাচিত হওয়ায় তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
সোমবার (১০ ফেব্রুয়ারী) দুপুরে ছেংগারচর পৌর বিএনপি কার্যালয়ে ফুলেল শুভেচ্ছা বিনিময়ে করা হয়।
এসময় ছেংগারচর পৌর বাজার বণিক সমবায় সমিতির নবনির্বাচিত সভাপতি আব্দুল মান্নান লস্করকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ও বিজয়ী ফুলের মালা পড়িয়ে দেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুল হাকিম মিয়াজী, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জোবাইদা ইসলাম জেরিন, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌসী জয়া, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু সৈয়দ গোলাম রাব্বানী মামুন, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মোবারক হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মো. মানিক ফরাজি, জেলা যুবদলের সহ শ্রম বিষয়ক সম্পাদক আবু তাহের সুমন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জয়নাল পাটোয়ারী পিনু, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি হান্নান লস্কর, যুবদল নেতা হানানুল কিবরিয়া তপন, মো. জিয়া, আরিফ লস্কর, ইলিয়াস, মোঃ রুবেল সহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
পরে এক শুভেচ্ছা বিনিময় সভায় উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু সৈয়দ গোলাম রাব্বানী মামুনের উপস্থাপনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, ছেংগারচর পৌর বাজার বণিক সমবায় সমিতির নবনির্বাচিত সভাপতি আ. মান্নান লস্কর, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আ. হাকিম মিয়াজী, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জোবাইদা ইসলাম জেরিন প্রমুখ।