চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি:
চাটখিল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে গত রোববার রাতে পৌর শহরের উপজেলা পরিষদের সামনে থেকে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে। এ সময় তাদের কাছ থেকে এক কেজি গাঁজা, মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত একটি সিএনজি ও মাদক বিক্রয়ের কিছু নগদ টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারিরা হচ্ছে, পৌরসভার সুন্দরপুর মৌলভী বাড়ির শফি উল্যার ছেলে বাবুল হোসেন (৫০) অপরজন হচ্ছে সোনাইমুড়ী উপজেলার নদনার মোখলেছুর রহমানের ছেলে শহিদুল ইসলাম (৩৯)।
চাটখিল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাদেরকে সোমবার দুপুরে কোর্ট-হাজতে প্রেরণ করা হয়।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না