নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের ২ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা
![](https://protidinernews.com/wp-content/uploads/2024/04/cropped-logo-1-2.jpg)
- আপডেট সময় : ০৯:৩১:৩২ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫
- / ৩৩
![](https://protidinernews.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
প্রতিদিনের নিউজ :
নারায়ণগঞ্জ জেলা শাখার জাতীয়তাবাদী কৃষকদলের দুই সদস্য বিশিষ্ট আংশিক আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে ডা. মো. শাহীন মিয়াকে আহবায়ক মো. আলম মিয়া সদস্য সচিব করে কমিটির অনুমোদন দেয়া হয়।
রোববার (৯ ফেব্রুয়ারী) বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের স্বাক্ষরিত এ কমিটি অনুমোদন দেয়া হয়।
উল্লেখ্য, গত ১ জানুয়ারী নানা কর্মকান্ডের অভিযোগে নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের কমিটি বিলুপ্ত করা হয়। জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল কমিটি বিলুপ্তের অনুমোদন করেন।
গত ২০২৩ সালের ১২ জানুয়ারী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে ডা. শাহীন মিয়াকে আহবায়ক এবং মো. কায়সার রিফাতকে সদস্য সচিব করে নারায়ণগঞ্জ জেলা শাখার দুই সদস্য বিশিষ্ট আংশিক আহবায়ক কমিটি গঠন করা হয়েছিল।