ক্রিটিক অ্যাওয়ার্ড জিতেছে ‘রিকশা গার্ল’
![](https://protidinernews.com/wp-content/uploads/2024/04/cropped-logo-1-2.jpg)
- আপডেট সময় : ০৭:৫৯:১২ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫
- / ৩৭
![](https://protidinernews.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
প্রতিদিনের বিনোদন :
নন্দিত নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত ‘রিকশা গার্ল’ চলচ্চিত্রটি মুক্তি পেয়েছে সম্প্রতি। ব্যতিক্রমী ভাবনার সিনেমাটি দর্শকের প্রশংসা পাচ্ছে। ছবিটি মুক্তির আগে বিভিন্ন দেশে প্রদর্শিত হয়েছে এবং জয় করেছে অনেক পুরস্কার ও স্বীকৃতি।
এবার নিজ দেশেও পুরস্কৃত হলো ছবিটি। এ সিনেমার জন্য টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ট্র্যাব) আয়োজনে ক্রিটিক অ্যাওয়ার্ড অর্জন করেছেন ‘রিকশা গার্ল’ ছবির নির্বাহী প্রযোজক আসাদুজ্জামান সকাল।
বাংলাদেশের গ্রামীণ অঞ্চলের এক তরুণী রিকশা চিত্রশিল্পীর সংগ্রাম ও সহনশীলতার গল্প নিয়ে নির্মিত সিনেমাটি। এর কাহিনী বলার দক্ষতা এবং সাংস্কৃতিক গভীরতা ফুটিয়ে তোলার প্রচেষ্টা দর্শক ও সমালোচকদের মন ছুঁয়েছে। এতে প্রযোজনার জন্য আসাদুজ্জামান সকালকে এই স্বীকৃতি দেয়া হয়েছে।
পুরস্কার গ্রহণের পর আসাদুজ্জামান সকাল কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ট্র্যাব থেকে এই স্বীকৃতি পেয়ে আমি খুবই সম্মানিত বোধ করছি। ‘রিকশা গার্ল’ এমন একটি গল্প যা সাধারণ মানুষের হৃদয়-মনের প্রতিফলন, এবং আমি গর্বিত যে আমি এমন একটি প্রকল্পের অংশ হতে পেরেছি যা আমাদের সংস্কৃতির সঙ্গে গভীরভাবে সংযুক্ত। এই পুরস্কারটি শুধু একটি ব্যক্তিগত অর্জন নয়, বরং পুরো টিমের কঠোর পরিশ্রম ও আবেগের অর্জন। পুরস্কার জেতায় নিজের ছবির প্রযোজককে শুভকামনা জানিয়েছেন ‘রিকশা গার্ল’ ছবির পরিচালক অমিতাভ রেজা।