বরিশাল সংবাদদাতা
বরিশালের গৌরনদীতে এন.আর.বি.সি ব্যাংক টরকী শাখা নিয়ে ব্যাংকের ১০১ তম শাখা শুভ উদ্বোধন ঘোষণা করা হয়েছে। আজ দুপুরে উপজেলার টরকী বন্দরের চক্রবর্তী ভবনের দ্বিতীয় তলায় এন.আর.বি.সি ব্যাংক এর হলরুমে ব্যাংকের আয়োজনে এন.আর.বি.সি ব্যাংক এর পরিচালক একেএম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ব্যাংকের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপিন চন্দ্র বিশ^াস, গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন, গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) হেলাল উদ্দিনসহ অন্যান্যরা।
এই এন.আর.বি.সি’তে কেন একাউন্ট খুলবেন এর সুবিধাটাই বেশি এই ব্যাংকের অধিনে একটা এপ্স গ্রাহকদের দেওয়া হবে, এপ্স নাম প্লানেট। যাতে নিজ ঘরে বসে ব্যাংকের লেনদেন কার্যক্রম করা যাবে। এই ব্যাংক থেকে মোবাইল ব্যাংকিং নগদ, বিকাশ, রকেট, বিদ্যুৎ বিল,পানির বিল, মোবাইলে লোড সহ চেক ছাড়া কোর্ড দিয়ে লেনদেন করা যাবে বলে জানান বক্তারা।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না