প্রতিদিনের বিনোদন :
সরকারি অনুদান নেওয়ার প্রায় সাত বছর পর মুক্তি পেয়েছে ‘দায়মুক্তি’ সিনেমাটি। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সারাদেশের ২০টি প্রেক্ষাগৃহে ‘দায়মুক্তি’ সিনেমাটি মুক্তি পেয়েছে।
বৃদ্ধাশ্রমের গল্পকে উপজীব্য করে নির্মাণ করা হয়েছে ‘দায়মুক্তি’। ছবির পরিচালক বদিউল আলম খোকন। নানা জটিলতায় ‘দায়মুক্তি’ এত বছর মুক্তি পায়নি। ২০১৭ সালে অনুদান পেয়েছিল এ সিনেমা।
বদিউল আলম পরিচালিত এ ছবিতে জুটি হয়ে অভিনয় করেছেন সাইমন সাদিক, সুম্মি রহমান ও সামিয়া নাহি। গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত ও দিলারা জামান। আরও সামিয়া নাহি, সুচরিতা, সুব্রত প্রমুখ।
এর আগে গত (৩ ফেব্রুয়ারি) সোমবার সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে সিনেমাটি মুক্তির কথা জানানো হয়। সংবাদ সম্মেলনে আবুল হায়াত বলেন, প্রযোজক ও পরিচালকের আগ্রহের কারণেই এই সিনেমায় আমার কাজ করা। গল্পটা ভালো লেগেছে, ভালো লেগেছে আমার চরিত্রটিও। আমি আর দিলারা জামান অনেক নাটকে কাজ করলেও প্রথমবার একসঙ্গে সিনেমায় অভিনয় করেছি।
দিলারা জামান বলেন, গল্পনির্ভর সিনেমা দায়মুক্তি। সবাই মিলেই চেষ্টা করেছেন একটি ভালো কাজ উপহার দেওয়ার। সিনেমাটি নিয়ে আমি আশাবাদী। বাকিটা দর্শকের আগ্রহ আর ভালো লাগার ওপর নির্ভর করছে।
রাইসা ফিল্ম প্রোডাকশনের ব্যানারে নির্মিত সিনেমাটির কাহিনি ও সংলাপ রচনা করেছেন কমল সরকার। মনিরুজ্জামান মনির ও কবির বকুলের কথায় এতে গান রয়েছে দুটি। জাহিদ নীরব এবং আলী আকরাম শুভর সংগীতে গান দুটিতে কণ্ঠ দিয়েছেন মনির খান, কোনাল ও সাব্বির নাসির।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না