সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মামুন মাহমুদকে আহ্বায়ক করে নারায়ণগঞ্জ জেলা বিএনপির ৫ সদ্যের কমিটি ঘোষণা করায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে সিদ্ধিরগঞ্জের ৭নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকালে সিদ্ধিরগঞ্জের কদমতলী নয়াপাড়া থেকে মিছিলটি শুরু হয়ে কদমতলী কাশেমপাড়া, নাভানা সিটি, কদমতলী কলেজ পাড়া হয়ে কদমতলী পুলে এসে শেষ হয়। মিছিল শেষে নেতাকর্মীরা এলাকাবসী ও দোকানদার মাঝে মিস্টি বিতরনণ করেন।
সিদ্ধিরগঞ্জের ৭নং ওয়ার্ড যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি দুলাল মিয়া ও মোহাম্মদ সোহেলের আয়োজনে উক্ত অনন্দ মিছিল ও মিস্টি বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোশারফ হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মোল্লা মোহাম্মদ শাখাওয়াত হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন খোকন, ৭নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি খোরশেদ আলম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান প্রিন্স, যুবদল নেতা শফিকুল ইসলাম মিন্টু, মাজহারুল ইসলাম মালি, মানিক মাহমুদ, শাহ-আলম, জসিম উদ্দিন, দেলোয়ার, মোক্তার হোসেন, ছাত্রদল নেতা আরিফুর রহমান শাওন, সঞ্চয়, অভি, পাপ্পু, স্বপন, নয়ন, ৭নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মজিবুর রহমান, শাহ-আলম ও আশ্রফউদ্দিনসহ আরো অনেকে।
এ সময় নেতাকর্মীরা বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মামুন মাহমুদকে আহ্বায়ক করে নারায়ণগঞ্জ জেলা বিএনপির ৫ সদ্যের কমিটি ঘোষণা করায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানায়।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না