মোরেলগঞ্জ প্রতিনিধি:
জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বাগেরহাটের মোরেলগঞ্জে আলোচনা সভা, দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার (১ ফের্রুয়ারি) সকালে পৌর বিএনপির আয়োজনে বারইখালী ফেরিঘাট এলাকায় মারকায ওমর আল ফারুক মাদ্রাসা মাঠে এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম হোসেন।
১নং ওয়ার্ড বিএনপির সভাপতি সোহের রায়হানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনয়ির যুগ্ম-আহ্বায়ক অধ্যাপক আব্দুল আউয়াল, পৌর বিএনপির আহ্বায়ক শিকদার ফরিদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক ফারুক হোসেন সামাদ, আসাদুজ্জামান মিলন, শ্রমিক দল নেতা মাসুদ খান চুন্নু।
অন্যান্যদের মধ্যে আলোচনা করেন সাবেক ছাত্রদল নেতা জিএস রিপন, যুবদল নেতা আব্বাস মুন্সি, স্বেচ্ছাসেবক দল নেতা মেহেদী হাসান কুদ্দুসসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
সভা শেষে সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি মো. ইব্রাহিম হোসেন বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফায় রাষ্ট্র সংস্কারের সকল বিষয়ে তুলে ধরা হয়েছে। এটি বাস্তবায়নের জন্য সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না