রবিউল আলম, পূবাইল:
ইজতেমা নিয়ে আমেরিকান দূতাবাসের সতর্কতা জারি প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার নাজমুল করিম খান বলেছেন, ওনারা ওনাদের মতো ম্যাজারমেন্ট করেছেন। তবে আমাদের পক্ষ হতে নিরাপত্তা ঘাটতি নেই। বিদেশিদের সর্বোচ্চ নিরাপত্তা দিচ্ছি আমার মনে হয়না তাদের কোন নিরাপত্তার ঘাটতি আছে।
আজ শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে ইজতেমায় ডিএমপির কন্ট্রোল রুমে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এসব বলেন কমিশনার।
তিনি আরও বলেন, ইজতেমার পরিবেশ নিয়ে আমরা সন্তুষ্ট। অনেক গুজব ছড়াবে, এটির বিষয়ে আমাদের সবার সজাগ থাকতে হবে। প্রচুর ভিক্ষুক লক্ষ করা যাচ্ছে, আমার মনে হয় এটা কোন চক্রের মাধ্যমে ব্যবসায়ীক ভাবে বসেছেন। মানবিক কারণে উচ্ছেদ করা যাচ্ছে না। তাদের অন্য কোন স্থানে নিয়ে বসিয়ে দিব। এজন্য ইজতেমায় দায়িত্বশীল মুসুল্লিদের নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। হকার বসেছে তাঁদেরকে উচ্ছেদ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়াও এবার অনেক শান্তিপূর্ণ ভাবে ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে ইজতেমা মাঠের আশপাশে যানচলাচল স্বাভাবিক রয়েছে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না