০৫:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫

জমি থেকে মাটির ঢিল নেওয়াকে কেন্দ্র করে মারামারি, আহত-৩

রিপোর্টার
  • আপডেট সময় : ০৪:০৩:১৫ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫
  • / ৩২

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

শাকিল আহম্মেদ, সরিষাবাড়ি:

জামালপুরের সরিষাবাড়ীতে হাল বাওয়া জমি থেকে মাটির ঢিল নেওয়াকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩জন আহত হয়েছে। এঘটনা ভাটারা ইউনিয়নের বাউসি গজারিয়া মধ্যপাড়া এলাকায় ঘটেছে। রোববার (২৬ জানুয়ারি) সকালে ভুক্তভোগী ও আহত সুরুজ শেখ সাংবাদিকদের কাছে অভিযোগ করে এসব তথ্য জানান।

আহতরা হলেন, সুরুজ শেখ (৫৫) আশিক মাহমুদ (২২)ও এরশাদ মিয়া (৪০)। এ ঘটনায় সরিষাবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

ভুক্তভোগী ও মামলা সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেলে বাউসি গজারিয়া মধ্যপাড়া এলাকার মৃত আজম মন্ডলের ছেলে আঃ মজিদের স্ত্রী বাড়ীর পাশে থাকা সুরুজ শেখের হাল বাওয়া জমি থেকে মাটির ঢিল নিয়ে যাচ্ছিল। এই দেখে সুরুজ শেখ ও তার স্ত্রী চামেলি বেগম নিষেধ করলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে আঃ মজিদের স্ত্রী আফরোজা বেগম বাড়িতে গিয়ে বিষয়টি জানালে সঙ্ঘবদ্ধ ৮/১০জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সুরুজ শেখের বাড়িতে গিয়ে অতর্কিত ভাবে হামলা করে ও মারধর করে। এতে রক্তাক্ত কাটা জখমে সুরুজসহ তিনজন আহত হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ পাঠিয়ে দেয়। তাদের মধ্যে আশিকের হাতের কব্জি কেটে ফেলায় উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসকরা। পরে এ ঘটনায় (২৩ জানুয়ারি) বিকেলে সরিষাবাড়ী থানায় আহত সুরুজ মিয়া বাদী হয়ে ৮ জনকে এজাহারনামীয় আসামি করে একটি মামলা দায়ের করেন।

আহত সুরুজ শেখ বলেন, আমার জন্মস্থান একই ইউনিয়নের ভেবলা গ্রামে। আমি দীর্ঘদিন পরিবার-পরিজন নিয়ে ঢাকায় ছিলাম। গত দুই বৎসর যাবৎ বাউসি গজারিয়া মধ্যপাড়া গ্রামে জায়গা কিনে বাড়ি করি। বাড়ি করার পর থেকেই প্রতিবেশী আব্দুল মজিদ ও তার পরিবারের লোকজন বিভিন্নভাবে আমাদেরকে হয়রানি করে আসছে। তাদের অত্যাচারের প্রতিবাদ করলেই তারা আমাদের উপরে হামলা ও মারধর করে।

এঘটনায় অভিযুক্তদের বাড়িতে গেলে আব্দুল মজিদের বৃদ্ধ মা বলেন, বাড়িতে কেউ নেই। কে কোথায় গেছে জানিনা। এবিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. চাঁদ মিয়া বলেন, ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।


সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

জমি থেকে মাটির ঢিল নেওয়াকে কেন্দ্র করে মারামারি, আহত-৩

আপডেট সময় : ০৪:০৩:১৫ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

শাকিল আহম্মেদ, সরিষাবাড়ি:

জামালপুরের সরিষাবাড়ীতে হাল বাওয়া জমি থেকে মাটির ঢিল নেওয়াকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩জন আহত হয়েছে। এঘটনা ভাটারা ইউনিয়নের বাউসি গজারিয়া মধ্যপাড়া এলাকায় ঘটেছে। রোববার (২৬ জানুয়ারি) সকালে ভুক্তভোগী ও আহত সুরুজ শেখ সাংবাদিকদের কাছে অভিযোগ করে এসব তথ্য জানান।

আহতরা হলেন, সুরুজ শেখ (৫৫) আশিক মাহমুদ (২২)ও এরশাদ মিয়া (৪০)। এ ঘটনায় সরিষাবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

ভুক্তভোগী ও মামলা সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেলে বাউসি গজারিয়া মধ্যপাড়া এলাকার মৃত আজম মন্ডলের ছেলে আঃ মজিদের স্ত্রী বাড়ীর পাশে থাকা সুরুজ শেখের হাল বাওয়া জমি থেকে মাটির ঢিল নিয়ে যাচ্ছিল। এই দেখে সুরুজ শেখ ও তার স্ত্রী চামেলি বেগম নিষেধ করলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে আঃ মজিদের স্ত্রী আফরোজা বেগম বাড়িতে গিয়ে বিষয়টি জানালে সঙ্ঘবদ্ধ ৮/১০জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সুরুজ শেখের বাড়িতে গিয়ে অতর্কিত ভাবে হামলা করে ও মারধর করে। এতে রক্তাক্ত কাটা জখমে সুরুজসহ তিনজন আহত হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ পাঠিয়ে দেয়। তাদের মধ্যে আশিকের হাতের কব্জি কেটে ফেলায় উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসকরা। পরে এ ঘটনায় (২৩ জানুয়ারি) বিকেলে সরিষাবাড়ী থানায় আহত সুরুজ মিয়া বাদী হয়ে ৮ জনকে এজাহারনামীয় আসামি করে একটি মামলা দায়ের করেন।

আহত সুরুজ শেখ বলেন, আমার জন্মস্থান একই ইউনিয়নের ভেবলা গ্রামে। আমি দীর্ঘদিন পরিবার-পরিজন নিয়ে ঢাকায় ছিলাম। গত দুই বৎসর যাবৎ বাউসি গজারিয়া মধ্যপাড়া গ্রামে জায়গা কিনে বাড়ি করি। বাড়ি করার পর থেকেই প্রতিবেশী আব্দুল মজিদ ও তার পরিবারের লোকজন বিভিন্নভাবে আমাদেরকে হয়রানি করে আসছে। তাদের অত্যাচারের প্রতিবাদ করলেই তারা আমাদের উপরে হামলা ও মারধর করে।

এঘটনায় অভিযুক্তদের বাড়িতে গেলে আব্দুল মজিদের বৃদ্ধ মা বলেন, বাড়িতে কেউ নেই। কে কোথায় গেছে জানিনা। এবিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. চাঁদ মিয়া বলেন, ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।


সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন