পূবাইলে ‘আরাফাত রহমান কোকো স্মৃতি’ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৭:৪২:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫
- / ১২৫
রবিউল আলম,গাজীপুর:
পূবাইলে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকালে হারবাইদ স্কুল এন্ড কলেজ মাঠে এ খেলার আয়োজন করা হয়। এতে পূবাইল থানার মারুকা ভাই ভাই একাদশ এবং বিন্দান একাদশের মধ্যে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ খেলা গোল শূন্য অবস্থায় শেষ হয়। পরে টাইব্রেকারে ৪-৩ গোলের ব্যবধানে চ্যাম্পিয়ন হয় বিন্দান একাদশ আর রানার্সআপ হয় মারুকা ভাই ভাই একাদশ খেলা শেষে পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন বিন্দানএকাদশকে নগদ প্রাইজ মানি ৫০,০০০এবং রানার্সআপ হিসেবে মারুকা ভাই ভাই একাদশকে নগদ ৩০ হাজার টাকা প্রাইজ মানি তুলে দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি হুমায়ূন কবির মাষ্টার ,পূবাইল থানা বিএনপির সভাপতি মনির হোসেন বকুল,পূবাইল মেট্রো থানার অফিসার ইনচার্জ শেখ মো.আমিরুল ইসলাম, পূবাইল থানা বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ,পূবাইল থানা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক জাকির হোসেন সরকার, হাজী মনসুর আলী, পূবাইল থানা বিএনপির যুগ্ন-আহবায়ক আনোয়ার হোসেন, পূবাইল থানা বিএনপির প্রভাবশালী সদস্য শাখাওয়াত হোসেন খোকন, পূবাইল থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন ভূঁইয়া, এম নজরুল ইসলাম,পূবাইল থানা যুবদলের সদস্য সচিব আবুল হোসেন, পূবাইল থানা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক হাবিবুল্লাহ হাবিব,পূবাইল থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হারুন অর রশিদ, পূবাইল থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক রুবেল আহমেদ জীবন, ৪২নং ওয়ার্ড বিএনপির সভাপতি হারুন সরকার এবং সাধারণ সম্পাদক শাহীন ভুঁইয়া, পূবাইল মেট্রো থানা মহিলা দলের সভাপতি শামীমা আক্তার,পূবাইল মেট্রো থানা স্বেচ্ছাসেবক দল আহবায়ক সদস্য নাহিদ খান, গাজীপুর মহানগরের ছাত্র দলের সাবেক সহ-সভাপতি রাজিব ভুঁইয়া,সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক গাজীপুর মহানগর ছাত্রদল ডলার সোহেল।
পূবাইল থানা ছাত্রদল প্রতিষ্ঠাতা আহ্বায়ক আজমিন খান, ফুটবল টুর্নামেন্ট মাঠ কমিটির সভাপতি শাহীন সরকার ও সদস্য সচিব আল-আমিন সরকার প্রমুখ।