ঝিকরগাছা সরকারি বহুমুখী মডেল হাই স্কুলের সেমিনার, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
- আপডেট সময় : ০৬:০৯:০৭ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫
- / ৩৬
আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা :
‘এসো বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানে দেশব্যাপী তারুণ্যের উৎসবের অংশ হিসেবে ঝিকরগাছা সরকারি বহুমুখী মডেল হাই স্কুলে উপজেলা সগকারী কমিশনার (ভূমি) অফিসের আয়োজনে শিক্ষার্থীদের মাঝে সেমিনার, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
ঝিকরগাছা সরকারি বহুমুখী মডেল হাই স্কুলের হলরুমের অনুষ্ঠানে প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান আজাদ’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারওয়ার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সেহেলি ফেরদৌস, ঝিকরগাছা প্রেস ক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, ঝিকরগাছা সরকারি বহুমুখী মডেল হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক এএফএম সাজ্জাদুল আলম, সহকারী শিক্ষক আফরোজা খানম চায়না, শবনম পারভিন, সুমা কর্মকার, রাজিয়া সুলতানা, আশরাফ আলী, স্বপন কুমার ঘোষ, কামরুন্নাহার, শাহানারা খাতুন, মাজহারুল ইসলাম, রুহুল কুদ্দুস, সিরাজুল ইসলাম, রোকশানা শরমিন, উজ্জ্বল কুমার বিশ্বাস, দেবাশীষ বিশ্বাস, মাহমুদ পারভেজ, তাপস কুমার ভাস্কর, শাহামিনা খাতুন, সানজিদা আখতার, শাকিলা খাতুন, ছাত্র প্রতিনিধি আঁখি খাতুন সহ স্কুলের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ।