মো. রাছেল,কচুয়া:
যৌথ বাহিনীর অভিযানে ইয়াসিন (২৫) নামের এক শীর্ষ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে হাজীগঞ্জ আর্মি ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. এমদাদের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুরের কচুয়া উপজেলার ভূঁইয়ার এলাকায় অভিযান চালিয়ে শীর্ষ মাদক কারবারি ইয়াসিনের কাছ থেকে ১৫ কেজি গাঁজা, ৫ বোতল ফেনসিডিল, ২ বোতল বিদেশী মদ সহ তাকে গ্রেপ্তার করা হয়। মাদক কারবারি ইয়াসিন উপজেলার পালাখাল মডেল ইউনিয়নের ভূঁইয়ারা গ্রামের মো. মহিনের ছেলে।
সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. এমদাদ জানান, গত ৪ সেপ্টেম্বর ২৪ তারিখ হতে যৌথ বাহিনীর নেতৃত্বে চাঁদপুরের সকল জেলায় অস্ত্রধারী সন্ত্রাসী মাদক ব্যবসায়ী ও অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে। তারই অংশ হিসেবে শুক্রবার কচুয়া উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এলাকার শীর্ষ মাদক করবারি ইয়াসিনকে প্রচুর পরিমান মাদকসহ গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনি কার্যক্রমের জন্য মাদক কারবারি ইয়াসিনকে কচুয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম. আব্দুল হালিম জানান, মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা রজু করে মাদক কারবারি ইয়াসিনকে চাঁদপুর কোর্টে সোপর্দ করার মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না