রবিউল আলম,গাজীপুর:
গাজীপুর মহানগরীর পূবাইলে ডিস ও ইন্টারনেট ব্যাবসাকে কেন্দ্র করা মারামারি মামলার প্রধান অভিযুক্ত আওয়ামী লীগ নেতা মো. সাইফুল মোল্লা (৪৫)কে গ্রেফতার করেছে পূবাইল থানা পুলিশ।
বুধবার ২২জানুয়ারী দুপুরে পূবাইল থানাধীন বসুগাঁও সাকিনস্থ সাইফ ফ্যাক্টরীর সামনে পাকা রাস্তার উপর থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত হলেন, গাজীপুর মহানগরের পূবাইল থানাধীন বসুগাঁও এলাকার মৃত এমারত মোল্লার ছেলে মোঃ সাইফুল মোল্লা।
জানা যায়, গত ১৯ নভেম্বর বসুগাঁও সরকারী প্রাইমারী স্কুল সামনে ইন্টারনেট ব্যবসায়ী মো. আলম ও তার ভাতিজা জিহাদ (২৬) এর সাথে আরেক ব্যাবসায়ী সাইফুলের নেতৃত্বে ৩/৪ জন ডিস ও ইন্টারনেট সংযোগ দেওয়াকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটে।এ সময় সাইফুল মোল্লা তার হাতে থাকা ধারালো চাপাতি দিয়া হত্যার উদ্দেশ্যে আলমের কপালে ও বাম পার্শ্বে চোখের উপরে কোপ দিয়া গুরুতর রক্তাক্ত কাটা জখম করে। এ বিষয়ে আলম বাদী হয়ে প্রথমে অভিযোগ পরবর্তীতে থানায় একটি মামলা দায়ের করেন।
পূবাইল থানার অফিসার ইনচার্জ শেখ মো. আমিরুল ইসলাম জানান, মারামারি সংক্রান্ত মামলায় সাইফুল মোল্লাকে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না