মমিনুল ইসলাম:
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার চান্দ্রাকান্দি এ.সই.এল মডেল একাডেমির বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, ষষ্ঠ শ্রেণির নবীন বরণ ও মেধাবৃত্তি পুরস্কার ২০২৪ প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারী) দুপুরে স্কুল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এস.ই.এল মডেল একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি, দি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেডের এমডি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল আউয়াল।
বিদ্যালয়টির প্রধান শিক্ষক মো. সালাউদ্দিন ও সহকারী শিক্ষিকা মরিয়ম আক্তারের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তৃণমূল সংগঠক ও বিশিষ্ট সমাজসেবক মো. আলমগীর সরকার, মতলব উত্তর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আশরাফুল আলম, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী লিয়াকত আলী চৌধুরী, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আক্তার হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার আব্দুল আউয়াল বলেন, একজন আলোকিত মানুষ গড়তে উন্নত মানের শিক্ষার বিকল্প নেই। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল একজন ভালো মানুষ হিসেবে গড়ে ওঠা। যা এস.ই.এল মডেল একাডেমি প্রতিশ্রুতি দেয়। কারণ এই প্রতিষ্ঠানটি গড়ে উঠেছে ভালো মানুষ হিসেবে শিশুদেরকে গড়ে তোলার জন্য।
তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, ছেলে মেয়েদের মাঝে আদর্শ ছড়িয়ে দিতে হবে, মিথ্যা কথা বলা বন্ধ করতে হবে। তাদের সামনে এমন কিছু করা যাবে না যাতে খারাপ কিছু শিখে। প্রতিটি শিশুর মেধা অত্যন্ত পরিস্কার, তাই তাদের সামনে ভালো কিছু করতে হবে যাতে তারা ভালোটাই শিখে। তাদেরকে ভালো মানুষ হতে সহায়তা করতে হবে।
বিশিষ্ট শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার আব্দুল আউয়াল আরও বলেন, যার বাড়ি যেখানেই হোক না কেন বাংলাদেশী হিসেবে সবারই দায়িত্ব আছে সমাজ বিনির্মানে কাজ করা। তাই আমি অনুরোধ করব সকলেই সকলের জায়গায় থেকে সমাজ আলোকিত করতে এগিয়ে আনবেন।
আরো বক্তব্য রাখেন, এ.সই.এল মডেল একাডেমির পরিচালনা কমিটির সদস্য হাফিজুর রহমান রাকিব, ৯ম শ্রেনীর শিক্ষার্থী তাসলিমা আক্তার, ৭ম শ্রেনীর শিক্ষার্থী সুমাইয়া আক্তার।
এসময় সাবেক ইউপি সদস্য ফয়েজ আহম্মেদ, সমাজ সেবক ও রাজনীতিবিদ মামুন সরকার, শিক্ষক জমির হোসেন’সহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না