মমিনুল ইসলাম:
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল ইউনিয়নের কালীপুর বাজার লঞ্চ ঘাটের টার্মিনালের পন্টুনের (জেঠি) নিচের অংশের কয়েকটি খুঁটি ভেঙে বেহাল অবস্থায় আছে। এতে অনেক সময় শিশু, বয়স্ক ও অসুস্থ যাত্রীরা দুর্ঘটনার শিকার হন। এ টার্মিনাল দিয়ে প্রতিদিন হাজারের বেশি যাত্রী পারাপার হয়। কেউ না কেউ প্রতিদিনই দুর্ঘটনায় পড়েন।
একাধিকবার বিআইডব্লিউটিএর কর্মকর্তারা পরিদর্শন করলেও মেরামতের কোনো উদ্যোগ নেয়নি বলে অভিযোগ। এতে স্থানীয় সাধারণ যাত্রীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।
আনোয়ার হোসেন ও রহিমা বেগম সহ কয়েকজন লঞ্চ যাত্রী জানান, এই লঞ্চঘাট দিয়েই লঞ্চে করে আমারা নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ এ ঢাকায় যাতায়াত করি। কিন্তু লঞ্চঘাটের টার্মিনালের জেঠির সবগুলো খুঁটি ভেঙে নিচের দিকে হেলে পড়েছে। এখন খুব রিক্স নিয়ে লঞ্চঘাটে আসতে হয়।
লঞ্চঘাট ইজারাদার মিজানুর রহমান বলেন, টার্মিনালের পন্টুনের নিচের অংশের কয়েকটি খুঁটি ভাঙা। যাত্রীদের ওঠা-নামায় চরম ভোগান্তি পোহাতে হয়। এ বিষয়ে চাঁদপুর বিআইডব্লিউটিএর কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। তারা জানিয়েছেন, এই সমস্যার সমাধান করতে সময় লাগবে। এটা দরপত্র আহ্বানের মাধ্যমে সংস্কার করা হবে।
উপজেলার ষাটনল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফেরদৌস আলম সরকার বলেন, এই টার্মিনাল দিয়ে প্রতিদিন বহু যাত্রী বিভিন্ন স্থানে যাতায়াত করেন। বেশ কিছুদিন হয়েছে লঞ্চঘাটের টার্মিনালের পন্টুনে নিচের অংশের কয়েটি খুটি ভেঙে যাওয়ার কারনে লঞ্চে উঠার সিড়িগুলো নিচের দিকে হেলে গেছে। এবিষয়ে আমি চাঁদপুর বিআইডব্লিউটিএর সঙ্গে কয়েকবার যোগাযোগ করেছি। তারা সংস্কারের আশ্বাস দিয়েছেন।
চাঁদপুর বিআইডব্লিউটিএর কাম-রক্ষণাবেক্ষণকারী তত্ত্বাবধায়ক মো.সাইফুল ইসলাম বলেন, টার্মিনালের পন্টুনে যাওয়ার খুঁটি ভেঙে যাওয়ার বিষয়টি আমরা জেনেছি। আশা করছি খুব দ্রুতই এটি সংস্কার করা হবে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না