প্রতিদিনের বিনোদন:
অভিনেতা মোশাররফ করিম ও মিম চৌধুরী অভিনীত কয়েকটি নাটক দর্শকপ্রিয় হয়েছে। সেই বিবেচনায় পরিচালক শামীম জামান এবার তাঁদের নিয়ে নির্মাণ করছেন ধারাবাহিক নাটক ‘শাদী মোবারক’। নাটকটিতে মোশাররফ করিম ও মিম অভিনয় করছেন স্বামী-স্ত্রীর ভূমিকায়। রচনা করেছেন আহমেদ শাহাবুদ্দিন।
এ প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, মিমের সঙ্গে আগেও কাজ করেছি। সে ভালো অভিনয় করে এবং আরও ভালো করার চেষ্টা আর আগ্রহ আছে তার। তার সঙ্গে নতুন ধারাবাহিকে কাজ করলাম। নিশ্চয়ই ভালো লাগবে সবার।
মিম চৌধুরী বলেন, মোশাররফ ভাই একজন বড় মাপের অভিনেতা। খুবই এনার্জেটিক এবং ন্যাচারাল অভিনয় করেন তিনি। তাঁর সঙ্গে অভিনয় করাটা আমি সব সময়ই ভীষণ উপভোগ করি। আমি মনে করি, তিনি অভিনয় শেখার একটি প্রতিষ্ঠান। তাঁর সঙ্গে কাজ করলে অনেক কিছু শেখা যায়, জানা যায়। শাদী মোবারকে আমরা স্বামী–স্ত্রীর ভূমিকায় অভিনয় করছি। শামীম জামান ভাই ভীষণ খুঁতখুঁতে একজন পরিচালক। খুঁটিনাটি বিষয়গুলোও অভিনেতার কাছ থেকে আদায় করে ছাড়েন তিনি। শাদী মোবারকের গল্পটাও খুব সুন্দর। সবার ভালো লাগবে।
নির্মাতা শামীম জামান জানিয়েছেন, শিগগিরই নাটকটি একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার শুরু হবে।
সম্প্রতি জি সিরিজের ব্যানারে প্রকাশ পেয়েছে মোশাররফ করিমের গাওয়া সিনেমার গান ‘ভালো ভালো লাগে না’। ফজলুর কবির তুহিনের ‘বিলডাকিনি’ সিনেমায় প্রথমবারের মতো প্লেব্যাক করলেন মোশাররফ করিম। গানটির কথা এবং সুরও করেছেন মোশাররফ করিম।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না