সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
সিদ্ধিরগঞ্জে জামান নামের এক বিকাশ ব্যবসায়ী ছিনতাইয়ের শিকার হয়েছে। ভুক্তভোগীর টাকা ভর্তি একটি ব্যাগে থাকা নগদ পৌনে ৩ লাখ টাকা ও ফ্ল্যাক্সিলোডের কাজে ব্যবহৃত ৪টি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ তার।
সোমবার (২০ জানুয়ারি) রাত ১১ টায় নাসিক ২নং ওয়ার্ডের মিজমিজি দক্ষিণ পাড়ার আমজাদ মার্কেটের পশ্চিমে এই ঘটনা ঘটেছে।
জানা গেছে, মিজমিজি দক্ষিণপড়াস্থ আমজাদ মার্কেট সংলগ্ন কাসেম আলী মসজিদের সঙ্গে ভুক্তভোগী জামানের বিসমিল্লাহ টেলিকম নামক দোকান রয়েছে। সে প্রতিদিনের ন্যায় গতরাতেও তার দোকানটি বন্ধ করাকালীন সময়ে হঠাৎ এক ছিনতাইকারী দোকানের সামনে এসে তাকে আঘাত করে হাতে থাকা ব্যাগটি ছিনিয়ে নিয়ে যান।
ভুক্তভোগী জামান জানান, রাত ১১টার সময়ে আমি দোকান বন্ধ করে তালা লাগানোর সময়ে আমাকে পেছন দিক থেকে আঘাত করে আমার হাতে থাকা টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে নিয়ে দৌড়ে পালায় এক ছিনতাইকারী। পরে আমি তাকে ধরার জন্যে প্রায় আধা কিলোমিটার রাস্তায় দৌড়েও তাকে ধরতে পারিনি। এরপর পুলিশকে ফোন করলে সিদ্ধিরগঞ্জ থানার (এসআই) ইলিয়াস এসে পরিদর্শন করে গেছেন। আমি আজ অভিযোগ করবো।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম বলেন, ঘটনার পরই আমি টিম পাঠিয়েছি। ভুক্তভোগীর টাকার সাথে যে মোবাইল ফোনগুলো ছিনতাই হয়েছে সেগুলো ট্রেকিং করার চেষ্টা চলছে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না