জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
- আপডেট সময় : ০১:৪৪:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫
- / ৩৩
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
মহান স্বাধীনতার ঘোষক সার্ক’এর রুপকার, বীর উত্তম, সাবেক সেনাপ্রধান, বহুদলীয় গনতন্ত্রের প্রবক্তা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে স্বেচ্ছাসেবকদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ মো. মিজানুর রহমান এর উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
সোমবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের বাতান পাড়া এলাকায় স্বেচ্ছাসেবকদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি এস এম জিলানী ও সাধারন সম্পাদক আহসান রাজীব এর দিক নির্দেশনায় সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ এই কর্মসূচী পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সদস্য মো. নাঈম মিয়া জিতু, সিদ্ধিরগঞ্জ থানা সেচ্ছাসেবকদলের নেতা মো. ফারুকুল ইসলাম, নাসিক ১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকদলের সভাপতি পদপ্রার্থী মো. রবিউল আলম রাব্বি, মো. সবুজ বেপারী, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের নেতা মো. সামি, সিদ্ধিরগঞ্জ থানা যুবদল নেতা মো. রজ্জব আলী, বিএনপি নেতা মো. গিয়াস উদ্দিন, নাসিক ১নং ওয়ার্ড যুবদল নেতা মো. শাহিন, নাসিক ১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকদলের নেতা মো. সাইফুল মৃদ্ধা, মো.এনায়েতুল্লাহ, মো. মাহমুদ হাওলাদার প্রমুখ।