রবিউল আলম, গাজীপুর:
গাজীপুর মহানগরের পূবাইলে ডিশ ও ইন্টারনেট সেবাদানকারী কাজে নিয়োজিত কাজী শাহাবুদ্দিন নামে এক যুবক কুপ্রস্তাবে রাজি না হওয়ায় মদপান করে এক নারীর সঙ্গে শ্লীলতাহানি ও ছিনতাইয়ের ঘটনা ঘটিয়েছে। কাজী শাহাবুদ্দিন ৪১নং ওয়ার্ড পূবাইল নয়নীপাড়া এলাকার মৃত শফি কাজীর ছেলে। সে এলাকায় মাদক ব্যবসায়ী বিশেষ সোর্স নামে পরিচিত।
ভুক্তভোগী নারী লাবনী আক্তার জানান তার স্বামী দীর্ঘদিন ধরে কিডনি রোগে আক্রান্ত। তার স্বামী দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে তার সংসার। সংসার চালাতে সে পূবাইল একটি রিসোর্টে রান্নার কাজ করেন। কাজী শাহাবুদ্দিন ভুক্তভোগীর বাড়িতে ডিশ সংযোগের সুবাদে পরিচিত হন। সে থেকে বিভিন্ন সময়ে রাস্তাঘাটে ও মোবাইল ফোনে শারীরিক সম্পর্কের জন্য ওই নারীকে কুপ্রস্তাব দেন। প্রতিদিনের ন্যায় ১৯ জানুয়ারি রাত ৮ টার দিকে পুবাইল কলেজ গেট শেষের কবিতার গেটের কাছে পায়ে হেঁটে পৌঁছালে কাজী শাহাবুদ্দিন আমাকে কু-প্রস্তাব দেয় তার প্রস্তাবে রাজি না হলে জোড় করে টেনে হিছরে সে তার মোটরসাইকেলে তুলতে চায় এবং আমার সমস্ত শরীরে মদ ঢেলে দেয় আমি চিৎকার দিয়ে দৌড়ে কর্মস্থলে পৌঁছালে আমাকে ও রিসোর্ট এর ম্যানেজার কর্মচারীকে হুমকি দেন আমি যেন এখানে কাজ করতে না পারি। ঐদিন রাত ১১ টায় আবার কাজী শাহাবুদ্দিনসহ তিনজন আমার বাড়িতে গিয়ে ডিস লাইনের সংযোগ বিচ্ছিন্ন করেন আমার ব্যবহৃত মোবাইলে ভয় দেখিয়ে বিভিন্ন ভয়েস মেসেজ ও হুমকি দেন। আমার সঙ্গে থাকা আটআনা ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় তারা। এমনকি ভুক্তভোগী লাবনীর বিভিন্ন ছবি কাজী শাহাবুদ্দিন সংগ্রহ করে তার নিজস্ব ফেসবুক প্রোফাইলে ছেড়ে দিয়েছেন বলে জানা যায়। এমতাবস্থায় ভুক্তভোগী লাবনী আক্তার অসুস্থ স্বামী সন্তানদের নিয়ে ভয়ে খুবই মানবতর জীবন যাপন করছেন। এবিষয়ে পূবাইল থানার অফিসার ইনচার্জ শেখ মো. আমিরুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা নেওয়া হবে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না