মতলবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালন
- আপডেট সময় : ০৮:২২:২৮ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫
- / ২৫
মমিনুল ইসলাম:
চাঁদপুরের মতলব উত্তরে স্বাধীনতার ঘোষক, বিএনপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলা ছেংগারচর পৌর সভায় ৭নং ওয়ার্ডে পাঁচগাছিয়া মুকবুল মার্কেটে জাতীয়তাবাদী দল বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক তথ্য ও সংস্থাপন প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদার জ্যেষ্ঠ পুত্র ও চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা।
প্রধান অতিথির বক্তব্যে তানভীর হুদা বলেন, দেশের ক্রান্তিলগ্নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের মানুষের পাশে দাঁড়িয়ে ছিলেন।বিপথগামী কিছু দুষ্কৃতিকারী সিপাহি বিএনপিকে থামিয়ে দিতে চট্টগ্রামে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কে হত্যা করেছিল। কিন্তু পরবর্তীতে বেগম খালেদা জিয়া দলের হাল ধরেন। জিয়াউর রহমান ১৯ দফার মাধ্যমে বাংলাদেশ বিনিমার্ণে কাজ করেছিলেন। এবার ৩১ দফার মাধ্যমে রাষ্ট্র কাঠামো সাজাতে তারেক রহমান কাজ করছেন। এই ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে আগামীর বাংলাদেশ আধুনিক বাংলাদেশে রুপান্তর হবে।
পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কবির হোসেন প্রধানের সভাপতিত্বে ও পৌর তাতী দলের সাধারণ সম্পাদক সোলাইমান প্রধান ও সাবেক ছত্রনেতা মুরাদুজ্জামানের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা বিএনপির সদস্য আব্দুল মান্নান লস্কর, মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি সারোয়ার মজুমদার, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক আবু সৈয়দ গোলাম রাব্বানী মামুন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল করিম, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক তাইজুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন খান, বিএনপি নেতা আলাউদ্দিন খান, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, সাবেক সাংগঠনিক সম্পাদক কবির মজুমদার, উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব শাহ আলম ভূঁইয়া, ছেংগারচর পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক গাজী মাজহারুল ইসলাম উপজেলা শ্রমিক দলের সভাপতি আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক মো. মহসিন মন্ডল, উপজেলা তাতী দলের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম হানিফ, ষাটনল ইউনিয়ন বিএনপি নেতা বাবুল হোসেন, রফিকুল ইসলাম মাষ্টার, পৌর যুবদল নেতা ইদ্রিস আলী, জাকির হোসেন প্রমুখ।
অনুষ্ঠান শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত ও বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়াও অনুষ্ঠানে বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।