মমিনুল ইসলাম:
চাঁদপুরের মতলব উত্তর থানা পুলিশের বিশেষ অভিযানে মোসাদ্দাম পাটোয়ারী প্রকাশ সোহাগ (৩৫) ও মো. জামান (৩৭) নামে দুই যুবকের কাছ থেকে ১৩০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০০ গ্রাম গাঁজা এবং দেশীয় অস্ত্র’সহ গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (১৮ জানুয়ারি) রাত ১০টার সময় মতলব উত্তর উপজেলার দূর্গাপুর ইউনিয়নের হরিনা মোড়ে শ্রীরায়েরচর টু সুজাতপুর গামী চলাচলের রাস্তা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মোসাদ্দাম পাটোয়ারী প্রকাশ সোহাগ ইসলামাবাদ গ্রামের জুলহাস পাটোয়ারী ছেলে এবং মো. জামান পশ্চিম ইসলামাবাদ গ্রামের মো. সোনা মিয়ার ছেলে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, মতলব উত্তর থানার সাব-ইন্সপেক্টর (এসআই) একেএম ইউনুছ সংগীয় অফিসার ও ফোর্সসহ বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে হরিনা মোড়ে শ্রীরায়েরচর টু সুজাতপুর গামী চলাচলের রাস্তা থেকে তাদেরকে ১৩০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০০ গ্রাম গাঁজা এবং ১টি স্টিলের ডেগার’সহ গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক জানান, মাদকের বিরুদ্ধে মতলব উত্তর থানা পুলিশ কঠোর অবস্থানে। মাদকের ব্যাপারে কোন ছাড় নেই। পুলিশ জনগণের পাশে আছে। যে কোন প্রয়োজনে বা যে কোন মাদক ব্যবসায়ীদের তথ্য সরাসরি আমাকে জানালে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সে কাজ করতে সকলের সহযোগিতা কামনা করছি।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না