সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
সিদ্ধিরগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত পরিচয়ের দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। বৃহস্পতিবার,১৬ জানুয়ারি রাত ৭ টায় নাসিক সিদ্ধিরগঞ্জের ৫নং ওয়ার্ডের সাইলো ঘাট এবং সাইলো ঘাটের বিপরীত দিকের কুতুবপুর ঘাট অংশ থেকে এ দুই মরদেহ উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিকভাবে মৃতদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন কাঁচপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) আব্দুল মাবুদ। তিনি বলেন, দুটি মরদেহ একসাথে উদ্ধার করা হয়েছে। তারা উভয়ে পুরুষ। মৃতেদের নাম-পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি। তবে, আনুমানিক তাদের দুজনের মধ্যকার একজনের বয়স ২৮ এবং আরেকজন ৪৫ বছর হবে বলে ধারণা করছি।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না