নারায়ণগঞ্জে কবিয়াল সাহিত্য উৎসব অনুষ্ঠিত
- আপডেট সময় : ১১:৩৮:১০ পূর্বাহ্ন, সোমবার, ২৬ ডিসেম্বর ২০২২
- / ৭৩
প্রতিদিনের নিউজ:
কবিতা শান্তির, কবিতা মুক্তির এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে গতকাল রবিবার নারায়ণগঞ্জের আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনে কবিয়াল সাহিত্য উৎসব অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০ টায় শিশু কিশোরদের চিত্রাংকন ও কবিতা আবৃত্তির মধ্য দিয়ে দিনব্যাপী কবিয়াল সাহিত্য উৎসর অনুষ্ঠিত হয়।
কবিয়াল সাহিত্য উৎসর অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক (এম.পি)। উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভী। কবিয়াল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি বাপ্পি সাহার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুদ রানা লালের সঞ্চালনায় অনুষ্ঠানটির উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কারিগরি শিক্ষা অধিদপ্তরের উপ-সচিব ও প্রকল্প পরিচালক সুব্রত পাল, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক এ কে এম শাহনাওয়াজ,বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সভাপতি লায়ন মোঃ গণি মিয়া বাবুল, কবি,প্রাবন্ধিক ও শিক্ষক মুজিবুল হক কবীর, গণমানুষের কবি ইমরোজ সোহেল, কবি ও গবেষক মোস্তাক আহমাদ,কবিয়াল ফাউন্ডেশনের সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম আরজু, সহ সভাপতি মাসুদ রানা, সদস্য কবি মঈনুল ইসলাম টিপু,কবি রুবেল আহম্মেদ, রুদ্র মুহম্মদ জাহিদুল, সাহিত্য সম্পাদক অপু ভুঁইয়া, কবি ও সাংবাদিক তাজুল ইসলাম রাকিব প্রমুখ।