প্রতিদিনের নিউজ:
দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন পরিচালক আবদুল্লাহ্-আল্-জাহিদ। বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি দুদকের প্রশাসন ও মানবসম্পদ বিভাগের পরিচালক দাউদ হোসেন চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে তাকে পরিচালক থেকে মহাপরিচালক হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে।
পেশাগত জীবনে অত্যন্ত দক্ষ এবং সদালাপি কর্মকর্তা আবদুল্লাহ্-আল্-জাহিদ কর্মজীবনে অনেক গুরুত্বপূর্ণ মামলার তদন্তে ও অনুসন্ধানে বরাবরই দক্ষতার পরিচয় দিয়েছেন।
তিনি ঢাকার গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল থেকে কৃতিত্বের সঙ্গে এসএসসি এবং ঢাকা কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এ ছাড়াও তিনি আইন শাস্ত্রে এলএলবি এবং ব্যবসায় প্রশাসনে এমবিএ ডিগ্রি অর্জন করেছেন।
দুর্নীতি প্রতিরোধ বিষয়ে তিনি থাইল্যান্ডের এআইটি থেকে এবং মানিলন্ডারিং প্রতিরোধ বিষয়ে মালয়েশিয়া হতে বিশেষ কোর্স সম্পন্ন করেছেন। এ ছাড়াও তিনি চীন, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং আমেরিকার আটলান্টায় বিভিন্ন ওয়ার্কশপে অংশগ্রহণ করেন। আবদুল্লাহ্-আল্-জাহিদের সহধর্মিণী বিসিএস স্বাস্থ্য ক্যাডারের একজন কর্মকর্তা এবং প্রখ্যাত গাইনোকলজিস্ট।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না