০৭:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

পূর্বাচল সড়ক দুর্ঘটনায় বুয়েট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুহতাসিম মাসুদের মৃত্যু আহত ২ গ্রেপ্তার-৩

রিপোর্টার
  • আপডেট সময় : ০১:১৮:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪
  • / ৪৩

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মো. নুর আলম:

নারায়ণগঞ্জে রূপগঞ্জ উপজেলায় পূর্বাচল ৩০০ ফিট নীলা মার্কেট সংলগ্ন বালু ব্রীজ আগে যাত্রী ছাউনির সামনে সড়ক দুর্ঘটনায় বুয়েট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুহতাসিম মাসুদের মৃত্যু আহত ২ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ।

শুক্রবার (২০ ডিসেম্বর) রাত ৩টায় বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার (গ সার্কেল) মেহেদী ইসলাম।

বাদী মো.মাসুদ মিয়া জন্ম তারিখ ২৭/০৮/১৯৭১ খ্রি. জাতীয় পরিচয়পত্র ৪১৭৩৫৮৭৩৪৮ পিতা-মৃত আব্দুল মান্নান মিয়া সাং-১৬৯ গ্রীন রোড ফ্লাট নং-৮০৩/২ থানা-কলাবাগান ডিএমপি, ঢাকা সঙ্গীয় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পক্ষে সিকিউরিটি অফিসার জনাব মোঃ আবগান হোসেন (৪৪) পিতা-মো.আমির হোসেন সাং-শিলন্দীয়া পোষ্ট-জাহাপুর থানা-বাবুগঞ্জ জেলা-বরিশাল, ঢাকাসহ বুয়েটের অন্যান্য শিক্ষক এবং ছাত্রদের সহায়তায় রূপগঞ্জ থানায় হাজির হইয়া বাংলাদেশ প্রকৈৗশল বিশ্ববিদ্যালয় বুয়েট এর শিক্ষার্থী মুহতাসিম মাসুদ (২২) পিতা-মো. মাসুদ মিয়া সাং-কুচিয়া (মিয়া বাড়ী) থানা- আলফাডাঙ্গা জেলা-ফরিদপুর। বর্তমানে ১৬৯ গ্রীন রোড শাইন পুকুর ভিলা এ্যাপার্টমেন্ট কলাবাগান ঢাকা-১২০৫, থানা-কলাবাগান ডিএমপি, ঢাকা, মো. মেহেদী হাসান খান (২২), অমিত সাহা (২২) গণ আমাদের উক্ত বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের ২য় বর্ষের অধ্যায়নরত শিক্ষার্থী। রাত্র অনুমানিক ৮ টার সময় শিক্ষার্থী মুহতাসিম মাসুদ এর ব্যবহৃত মোটরসাইকেল নং ঢাকা মেট্রো-ল-৪৩-১০৭৯ যোগে রূপগঞ্জ উপজেলা পূর্বাচলে নীলা মার্কেটে খাওয়া-দাওয়া করার জন্য আসেন। তাহারা খাওয়া-দাওয়া শেষ করিয়া রাত্র ২.৩০ টার সময় ঢাকার উদ্দেশ্যে রওনা করিয়া রাত্র অনুমানিক ৩টার সময় ঘটনাস্থলে প্রাইভেটকার নং- ঢাকা মেট্রো-গ-৪৩-০৪৫১ এর চালক বে-পরোয়া ভাবে গাড়ী চালাইয়া আসিয়া রাস্তার উপর থাকা হলুদ রংয়ের ব্যারিকেটসহ দাড়ানো মোটরসাইকেল ও মোটরসাইকেলের উপরে থাকা উপরোক্ত শিক্ষার্থীদের সজোরে আঘাত করে। ইহার ফলে ঘটনাস্থলেই বুয়েট শিক্ষার্থী মুহতাসিম মাসুদ মারা যান। বাকী শিক্ষার্থী মেহেদী হাসান খান ও অমিত সাহা গুরুতর আহত হন। পথচারী লোকজন ঘাতক গাড়ী চালক আসামী (১) মো. মুবিন আল মামুন (২০) পিতা- আব্দুল্লাহ আল মামুন, মাতা- শেহনাজ হেনা, সাং-বাসা নং-৭২৮, রোড নং-১০ এভিনিউ-৪ মিরপুর ডিওএইচএস থানা-পল্লবী ডিএমপি, ঢাকাকে জনগণের সহায়তায় দায়িত্বরত পুলিশ উক্ত প্রাইভেটকারসহ ১ নং আসামীকে আটক করিয়া রূপগঞ্জ থানায় নিয়া আসেন।

উল্লেখ্য যে, আসামীর গাড়ীতে থাকা আরোহী (১) মো. মিরাজুল করিম (২২) পিতা- রিজওয়ানুল করিম, মাতা- মরিয়ম করিম, সাং-৩৫২/২ মধ্য পীরের বাগ থানা- মিরপুর মডেল, ডিএমপি, ঢাকা (২) মো.আসিফ চৌধুরী (১৯) পিতা- বাহাউদ্দিন চৌধুরী বাকের, মাতা- আছমা বেগম সাং- বাড়ী নং-৮০, রোড ১৩, সেক্টর -১৩, উত্তরা পশ্চিম থানা, ডিএমপি, ঢাকাদ্বয়কে জিজ্ঞাসাবাদের জন্য রূপগঞ্জ থানায় নিয়ে আসা হয়। জখমী মো. মেহেদী হাসান খান (২২) অমিত সাহা (২২) গণ বুয়েট বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের ২য় বর্ষের অধ্যায়নরত শিক্ষার্থী।

নারায়ণগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার (গ সার্কেল) মেহেদী ইসলাম বলেন,পূর্বাচল নীলা মার্কেট সংলগ্ন বালু ব্রীজ আগে যাত্রী ছাউনির সামনে সড়ক দুর্ঘটনায় বুয়েট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুহতাসিম মাসুদের মৃত্যু হয়েছে দুইজন আহত হয়েছেন তিনজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ। এ বিষয়ে মামলা প্রকিয়া দিন আছে।


সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

পূর্বাচল সড়ক দুর্ঘটনায় বুয়েট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুহতাসিম মাসুদের মৃত্যু আহত ২ গ্রেপ্তার-৩

আপডেট সময় : ০১:১৮:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মো. নুর আলম:

নারায়ণগঞ্জে রূপগঞ্জ উপজেলায় পূর্বাচল ৩০০ ফিট নীলা মার্কেট সংলগ্ন বালু ব্রীজ আগে যাত্রী ছাউনির সামনে সড়ক দুর্ঘটনায় বুয়েট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুহতাসিম মাসুদের মৃত্যু আহত ২ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ।

শুক্রবার (২০ ডিসেম্বর) রাত ৩টায় বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার (গ সার্কেল) মেহেদী ইসলাম।

বাদী মো.মাসুদ মিয়া জন্ম তারিখ ২৭/০৮/১৯৭১ খ্রি. জাতীয় পরিচয়পত্র ৪১৭৩৫৮৭৩৪৮ পিতা-মৃত আব্দুল মান্নান মিয়া সাং-১৬৯ গ্রীন রোড ফ্লাট নং-৮০৩/২ থানা-কলাবাগান ডিএমপি, ঢাকা সঙ্গীয় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পক্ষে সিকিউরিটি অফিসার জনাব মোঃ আবগান হোসেন (৪৪) পিতা-মো.আমির হোসেন সাং-শিলন্দীয়া পোষ্ট-জাহাপুর থানা-বাবুগঞ্জ জেলা-বরিশাল, ঢাকাসহ বুয়েটের অন্যান্য শিক্ষক এবং ছাত্রদের সহায়তায় রূপগঞ্জ থানায় হাজির হইয়া বাংলাদেশ প্রকৈৗশল বিশ্ববিদ্যালয় বুয়েট এর শিক্ষার্থী মুহতাসিম মাসুদ (২২) পিতা-মো. মাসুদ মিয়া সাং-কুচিয়া (মিয়া বাড়ী) থানা- আলফাডাঙ্গা জেলা-ফরিদপুর। বর্তমানে ১৬৯ গ্রীন রোড শাইন পুকুর ভিলা এ্যাপার্টমেন্ট কলাবাগান ঢাকা-১২০৫, থানা-কলাবাগান ডিএমপি, ঢাকা, মো. মেহেদী হাসান খান (২২), অমিত সাহা (২২) গণ আমাদের উক্ত বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের ২য় বর্ষের অধ্যায়নরত শিক্ষার্থী। রাত্র অনুমানিক ৮ টার সময় শিক্ষার্থী মুহতাসিম মাসুদ এর ব্যবহৃত মোটরসাইকেল নং ঢাকা মেট্রো-ল-৪৩-১০৭৯ যোগে রূপগঞ্জ উপজেলা পূর্বাচলে নীলা মার্কেটে খাওয়া-দাওয়া করার জন্য আসেন। তাহারা খাওয়া-দাওয়া শেষ করিয়া রাত্র ২.৩০ টার সময় ঢাকার উদ্দেশ্যে রওনা করিয়া রাত্র অনুমানিক ৩টার সময় ঘটনাস্থলে প্রাইভেটকার নং- ঢাকা মেট্রো-গ-৪৩-০৪৫১ এর চালক বে-পরোয়া ভাবে গাড়ী চালাইয়া আসিয়া রাস্তার উপর থাকা হলুদ রংয়ের ব্যারিকেটসহ দাড়ানো মোটরসাইকেল ও মোটরসাইকেলের উপরে থাকা উপরোক্ত শিক্ষার্থীদের সজোরে আঘাত করে। ইহার ফলে ঘটনাস্থলেই বুয়েট শিক্ষার্থী মুহতাসিম মাসুদ মারা যান। বাকী শিক্ষার্থী মেহেদী হাসান খান ও অমিত সাহা গুরুতর আহত হন। পথচারী লোকজন ঘাতক গাড়ী চালক আসামী (১) মো. মুবিন আল মামুন (২০) পিতা- আব্দুল্লাহ আল মামুন, মাতা- শেহনাজ হেনা, সাং-বাসা নং-৭২৮, রোড নং-১০ এভিনিউ-৪ মিরপুর ডিওএইচএস থানা-পল্লবী ডিএমপি, ঢাকাকে জনগণের সহায়তায় দায়িত্বরত পুলিশ উক্ত প্রাইভেটকারসহ ১ নং আসামীকে আটক করিয়া রূপগঞ্জ থানায় নিয়া আসেন।

উল্লেখ্য যে, আসামীর গাড়ীতে থাকা আরোহী (১) মো. মিরাজুল করিম (২২) পিতা- রিজওয়ানুল করিম, মাতা- মরিয়ম করিম, সাং-৩৫২/২ মধ্য পীরের বাগ থানা- মিরপুর মডেল, ডিএমপি, ঢাকা (২) মো.আসিফ চৌধুরী (১৯) পিতা- বাহাউদ্দিন চৌধুরী বাকের, মাতা- আছমা বেগম সাং- বাড়ী নং-৮০, রোড ১৩, সেক্টর -১৩, উত্তরা পশ্চিম থানা, ডিএমপি, ঢাকাদ্বয়কে জিজ্ঞাসাবাদের জন্য রূপগঞ্জ থানায় নিয়ে আসা হয়। জখমী মো. মেহেদী হাসান খান (২২) অমিত সাহা (২২) গণ বুয়েট বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের ২য় বর্ষের অধ্যায়নরত শিক্ষার্থী।

নারায়ণগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার (গ সার্কেল) মেহেদী ইসলাম বলেন,পূর্বাচল নীলা মার্কেট সংলগ্ন বালু ব্রীজ আগে যাত্রী ছাউনির সামনে সড়ক দুর্ঘটনায় বুয়েট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুহতাসিম মাসুদের মৃত্যু হয়েছে দুইজন আহত হয়েছেন তিনজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ। এ বিষয়ে মামলা প্রকিয়া দিন আছে।


সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন