মতলবে আইডিয়েল কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০১:০৪:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪
- / ৭৭
মতলব উত্তর প্রতিনিধি:
চাঁদপুরের মতলব উত্তর আইডিয়াল কিন্ডার গার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে ছেংগারচর সরকারি ডিগ্রি কলেজে উপজেলার ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের নার্সারী থেকে কেজি-৫ পর্যন্ত ৩৭৬ জন শিক্ষার্থী মেধা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে।
পরীক্ষা চলাকালীন সময় পরিদর্শন করেন, পরীক্ষা নিয়ন্ত্রয়ক মো. রিয়াজুল ইসলাম খন্দকার, হল সুপার মো. রাসেল, শিক্ষা সচিব রোজিনা আক্তার, ছেংগারচর সরকারি ডিগ্রি কলেজের অর্থনীতি বিভাগের প্রফেসার কামরুল হাসান, ইসলাম শিক্ষার প্রফেসর হাবিবুর রহমান, রিভা কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক নাসরিন আক্তার, কচিকাচাঁ কিন্ডারগার্ডেনের প্রধান শিক্ষক মোহনা আক্তার, অক্সফোর্ড কিন্টারগার্টের প্রধান শিক্ষক হারন অর রশীাদ, সান সাইন একাডেমির সহকারী শিক্ষক মো. জনিসহ অন্যান্য শিক্ষকগন।
পরীক্ষায় নার্সারী শ্রেণির ৮৯ জন, কেজি-১ শ্রেণির ৭৪ জন, কেজি-২ শ্রেণির ৫৭ জন, কেজি-৩ শ্রেণির ৫৭ জন, কেজি-৪ শ্রেণির ৫২ জন, কেজি-৫ শ্রেণির ৪৭ জন ছাত্র-ছাত্রী অংশ নিয়েছে। ট্যালেন্টপুলে, এ গ্রেড, বি গ্রেড ও সি গ্রেড সহ চারটি গ্রেডে ফলাফল প্রকাশিত হওয়ার পর সনদপত্র ও বৃত্তি সম্মাননা প্রদান করা হবে।
সমিতির অন্তভুক্ত ১০ টি স্কুল এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করা শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো- সান সাইন একাডেমি, ভান্ডারী বাজারের অক্সফোর্ড কিন্ডারগার্টেন, বিভা কিন্ডারগার্টেন, ছেংগারচর পৌরসভার বালুরচর কচিকাচা কিন্ডারগার্টেন, বর্ণমালা কিন্ডারগার্টেন, অনির্বান কিন্ডারগার্, হানিরপাড় আর্দশ কিন্ডারগার্টেন, মান্দারতলী প্রিক্যাডেন্ট কিন্ডারগার্টেন, গ্রীন বেঙ্গল কিন্ডারগার্টেন, চরউমেদ আইডিয়াল কিন্ডারগার্টেন । পরবর্তীতে পরীক্ষার ফলাফল ঘোষণা হবে বলে জানান আয়োজকরা।
পরীক্ষা নিয়ন্ত্রয়ক মো.রিয়াজুল ইসলাম খন্দকার বলেন, মতলব উত্তর উপজেলা আইডিয়েল কিন্ডারগার্টেন এসোসিয়েশন মেধাবৃত্তি পরীক্ষা-২০২৪ সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত প্রতি বছরের ন্যায় নার্সারী থেকে ৫ম শ্রেণির পর্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে মেধাবৃত্তি পরীক্ষাগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এ পরীক্ষা সম্পন্ন করার জন্য প্রশাসন, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ এবং কিন্ডারগার্টেন স্কুলের প্রধানরা সহযোগিতা করছেন। এজন্য সকলকে ধন্যবাদ জানাই।
গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে পরীক্ষা নিয়ন্ত্রয়ক মো. রিয়াজুল ইসলাম খন্দকার আরও বলেন, প্রজন্মকে সৃজনশীল জগতে যুক্ত করতে এবং শিশুদের নৈতিক শিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে শিক্ষাই শক্তি, শিক্ষাই মুক্তি এই স্লোগানে আমরা পথচলা শুরু করেছি। প্রকৃত শিক্ষার মাধ্যমে মানুষের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটে সে চিন্তা আমরা করি। এ লক্ষ্যে প্রতি বছরই বৃত্তি পরীক্ষা আয়োজন করা হয়ে থাকে।