গজারিয়া, সুমন খান:
গজারিয়ায় ভাটেরচর আলী আহমদ মার্কেটের প্রায় ৩০ টি দোকান অগ্নিকাণ্ডে পুড়ে গেছে এতে প্রায় ৩ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী দোকান মালিকেরা।
বুধবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাত তিনটার দিকে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভাটেরচর বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা বলেন, একটি সেলুন দোকানে প্রথম আগুন দেখতে পাই। পরবর্তীতে সেটি আশেপাশে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে অগ্নি নির্বাপনের কাজ শুরু করে। তিন ঘণ্টা চেষ্টার পরে সকাল ছয়টায় আগুন নেভানো সম্ভব হয়। অগ্নিকাণ্ডে আলী আহমদ মার্কেটের প্রায় সবগুলো দোকান এবং আশেপাশের কিছু দোকান পুড়ে গেছে।
ক্ষতিগ্রস্ত দোকানী আক্তার হোসেন বলে, অগ্নিকাণ্ডে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছি আমার। কসমেটিক, আইসক্রিম, টীল-সহ কয়েকটি দোকান আমার। অগ্নিকাণ্ডে নগদ পাঁচ লক্ষ টাকা সহ সব পুড়ে গেছে। প্রায় ৩০লক্ষ টাকার আর্থিক ক্ষতি হয়েছে আমার।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মুদি দোকানী দেলোয়ার হোসেন বলেন, আগুনে আমার সব শেষ হয়ে গেছে। দোকানে প্রায় ছয় লক্ষাধিক টাকার মালামাল ছিল। সব পুড়ে ছাই হয়ে গেছে।
গজারিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে'র স্টেশন কর্মকর্তা রিফাত মল্লিক বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি বাজারের একটি সেলুনের দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এরপর আশপাশের মুদি দোকান, ডিমের দোকান, প্লাস্টিকের দোকান ও হার্ডওয়্যারের দোকান, কাঁচামাল, ফার্মেসিসহ অন্তত ৩০টি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। চারটি ইউনিটের তিন ঘণ্টার চেষ্টায় আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তবে আগুনে কেউ হতাহতের খবর পাওয়া যায়নি। কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা তদন্তের পর জানা যাবে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না