সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :
নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি ও জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, বাংলাদেশের অনেক আলেম-ওলামারা অনেক ভাবেই অনেক সময় স্বৈরশাসকের দ্বারা নির্যাতিত হয়েছেন, এটা আমরা সবাই জানি। এর কারণে মহান স্রষ্টা নিশ্চয়ই অসন্তুষ্ট হয়েছেন যার জন্য ফ্যাসিস্ট সরকারের পতন কেউ যখন ভাবে নাই অবসান হয়ে গেছে। তাই আমাদেরকে মনে রেখে চলতে হবে কোন একটি মানুষ যেন আঘাত প্রাপ্ত না হয়। কোন জুলুম না করি, কাউকে ছোট না করে দেখি। সবাইকে যেন আমরা বড় করে দেখি, আমার নিজের চাইতেও বড়।
বুধবার (১৮ ডিসেম্বর) বিকেলে এসওরোড বার্মাস্ট্যান্ড কবরস্থান সংলগ্ন রোডে জামি'য়া ইসলামিয়া হযরত বেলাল হাবশী রা:(মাদ্রাসা) কমপ্লেক্সের এর উদ্যোগে আয়োজিত বিশেষ আলোচনা ও দোয়ার মাহফিল অনুষ্ঠানে
এ সময় তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবেন যেন তারা দ্বীন সম্পর্কে জানতে পারে। আল্লাহ নবীর সম্পর্কে জানতে পারে। ইহকাল পরকাল সম্পর্কে জ্ঞান রাখতে পারে। আসুন আমরা প্রত্যেকেই নিজ নিজ সন্তানের প্রতি সবচেয়ে বেশী মনযোগী হই। সন্তানকে ভালভাবে গড়ে তোলার জন্য, শিক্ষিত মানুষ করার জন্য সবচেয়ে বেশী কাজ করি।
ডিআইটি জামে মসজিদের খতিব আল্লামা আব্দুল আউয়ালের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আমলাপাড়া পাড়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল কাদের, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের আহবায়ক ও থানা বিএনপর সহ-সভাপতি এস এম আসলাম, নাসিক ৬নং ওয়ার্ড সচেতন নাগরিক কমিটির উপদেষ্টা আব্দুস সামাদ প্রমূখ।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না