মতলব উত্তর প্রতিনিধি:
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর পুর্ব ইউনিয়নের দক্ষিণ ঠেটালিয়া গ্রামে এক প্রবাসী পরিবারকে হয়রানি, অত্যাচার ও নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। গত ১৩ ডিসেম্বর ওই পরিবারের বাড়ির সীমানার ৩ ফুট উচ্চতা দেয়াল ভেঙ্গে ফেলে। এ ঘটনায় দুবাই প্রবাসী নান্নু গাজী ও মালয়েশিয়া প্রবাসী ফারুক গাজীর মা আরফতের নেছা বাদী হয়ে থানায় অভিযোগ করার পর প্রবাসী পরিবারের সদস্যদেরকে মেরে ফেলার হুমকি দিচ্ছে।
অভিযোগ সুত্রে জানা গেছে, বিবাদী একই গ্রামের পাশের বাড়ির আকবর প্রধানের ছেলে হারুন প্রধান (৫৫), মো: খোরশেদ প্রধান (৫২) ও শাহাদাত মিজির স্ত্রী মোসা: শিরিনা আক্তার (৩০), গংদের সাথে বাদী পরিবারের জায়গা নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলমান ছিল। এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গগণ স্থানীয়ভাবে একাধিকবার শালিস বিচারের মাধ্যমে জায়গা সম্পত্তি সঠিকভাবে মাপঝোপ করে সীমানা নির্ধারণ করে দিলে, স্থানীয় শালিসগনের সিদ্ধান্ত মেনে নিয়ে জায়গায় সীমানা প্রাচীর নির্মাণ করে শান্তিপূর্ন ভাবে বসবাস করছেন প্রবাসী পরিবারটি। বিবাদীরা শালিস বিচারের তোয়াক্কা না করে বাদীর সাথে বেপরোয়া অসাধু আচরণ সহ বাদীর ভোগদখলীয় জায়গা জোর দখল করার পায়তারা করে আসছিল। এরই ধারাবাহিকতায় ঘটনার তারিখ ও সময়ে বর্ণিত বিবাদীরা অজ্ঞাতনামা কথেক কিশোর গ্যাং নিয়ে বাদীর বসত বাড়ীর সীমানা প্রাচীর উচ্চতায় ০৩ ফিট ও লম্বায় অনুমান ৪০/৪৫ ফুট ওয়াল ভাংচুর করে প্রায় ১ লক্ষ ৫০ হাজার টাকার ক্ষতি সাধন করে।
বাদীর পুত্রবধূ প্রবাসী নান্নু গাজীর স্ত্রী শাহানারা বেগম বিবাদীদের কর্মকান্ড মোবাইল ফোনে ধারন করার সময় বাদী পরিবারকে বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদর্শন করে এবং বাদীর বিল্ডিং লক্ষ্য করে বসত ঘরে পাথর, ইট পাটকেল নিক্ষেপ করে।
বাদী আরফতের নেছা বলেন, ঘটনার সময় নিরুপায় হয়ে জাতীয় জরুরী সেবা ৯৯৯ কল দিলে মতলব উত্তর থানা পুলিশ ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা করেছে খবর পেয়ে বিবাদীরা প্রকাশ্যে প্রাণ নাশের হুমকী দিয়ে কৌশলে ঘটনাস্থল ত্যাগ করে। বিবাদীরা প্রকাশ্যে আরো হুমকী দিয়ে বলে আমরা পূনরায় উক্ত সীমানা প্রাচীর মেরামত করার চেষ্টা করিলে আমাদেরকে খুন করিয়া লাশ উক্ত স্থানে পুঁতে রাখবে। বিবাদীদের বেপরোয়া আচার আচরণে আমরা ভীত ও আতংকিত এবং জীবনের নিরাপত্তাহীনতায় ভুগিতেছি। আমি প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার চাই।
প্রবাসীদের স্ত্রী শাহানারা বেগম ও সুমি আক্তার বলেন, আমরা মহিলা বাড়িতে থাকি। পাশের বাড়ির আওয়ামী লীগ নেতা হারুন ও খোরশেদ সহ কিশোর গ্যাং ভাড়া করে আমাদের বাড়ির দেয়াল ভেঙ্গে ফেলেছে। পাথর ও ইট দিয়ে ঢিলা মেরে বিল্ডিংয়ের জানালা দরজা ভেঙ্গে ফেলেছে। আমরা এখন জীবনের নিরাপত্তাহীনতায় ভুগতেছি।
প্রতিবেশী, সাইজ উদ্দিন, আ. ছাত্তার ও মোঃ মানিক বলেন, আরফতের নেছা তার সন্তানদের নিয়ে বহুদিন ধরে তার জায়গায় বসবাস করছে। কিন্তু পাশের বাড়ির আওয়ামী লীগের কর্মী হারুন ও খোরশেদ তাদের সাথে শত্রুতা করে আসছে। এই প্রবাসী পরিবারের উপর একাধিকবার অত্যাচার নির্যাতন করছে। গত ১৩ ডিসেম্বর তাদের বাড়ির দেয়াল ভেঙ্গে ফেলেছে, এটা সম্পূর্ণ অন্যায় ও অমানবিক।
অভিযোগের বিবাদের সাথে কথা বলতে তাদের বাড়িতে গেলে তাদেরকে পাওয়া যায় নি। মুঠোফোনে কল দিলে মোবাইল বন্ধ পাওয়া গেছে। জানা গেছে, বিবাদী পরিবার তাতের ঘর ভাড়া দিয়ে নিজেরা চাঁদপুর শহরে থাকে।
তদন্তকারী কর্মকর্তা মতলব উত্তর থানার এসআই মিজানুর রহমান-৩ বলেন, এ ঘটনায় একটি জিডি হয়েছে, তদন্ত চলছে। তদন্ত শেষে প্রতিবেদন দেওয়া হবে। তবে দেয়াল ভাংচুরের ঘটনা প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না