বাগমারা প্রতিনিধি:
গতকাল ১৭ডিসেম্বর রাজশাহী বিভাগীয় প্রেসক্লাবের আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা ও পরিচিতি সভার আয়োজন করা হয়। গতকাল বেলা ১১টা ৩০ মিনিট সময় সংগঠনের নিজস্ব কার্যালয় শিরোইল পুরাতন বাস টার্মিনাল সংলগ্ন পূবালী মার্কেটে রাজশাহী।
মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা ও নব্য কমিটির, মহানগর ও জেলার প্রতিটি উপজেলার সংগঠনের দায়িত্বশীল নেতা-নেত্রী সদস্যদের নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুজাউদ্দিন ছোটন এটিএন বাংলা রাজশাহী প্রতিনিধি। রেজাউল করিম সাধারণ সম্পাদক বরেন্দ্র প্রেসক্লাব রাজশাহী। আনোয়ার আক্তার কাজল চেয়ারম্যান ও এমডি বিটিসি নিউজ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সভাপতি এম এ আরিফ বক্তব্যে বলেন সাংবাদিকরা বিভিন্ন সময় পুলিশ ও দুষ্কৃতিকারীদের দাড়া হামলা মিথ্যা মামলার শিকার হয় সেক্ষেত্রে সকলে ঐক্যবদ্ধ হয়ে আমরা নেতা /নেত্রী সাধারণ সদস্য, যেই হোক তার পাশে গিয়ে দাঁড়িয়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মোকাবেলা করা হবে সাংবাদিকদের বিভিন্ন দাবি দেওয়ায় সব সময় সাংবাদিকদের পাশে দাঁড়ানো, অসুস্থতা বা বিভিন্ন সমস্যায় সংগঠনের সকলে একে অপরের পাশে দাঁড়ানো, আমরা একটি পরিবার সকলেই কাঁধে কাঁধ মিলিয়ে চলতে চাই।তাছাড়াও তিনি তরুণদের উদ্দেশ্যে বলেন আজকের সাধারণ সদস্য আগামী নেতা। তিনাদের ত্যাগ, আন্তরিকতা মেধা যোগ্যতা দিয়ে নেতৃত্বের জায়গা তৈরি করে নিবেন। এছাড়াও উক্ত সংগঠনের থেকে আগামী ১১ ফেব্রুয়ারি ২০২৫ ইং তারিখে সংগঠনের সকল জেলা উপজেলা নেতা/ নেত্রী সদস্য বৃন্দদের নিয়ে ব্যাপক আয়োজনের মধ্যে দিনটি উদযাপন করা সহ বেশ কিছু বিষয়ে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন। এছাড়াও বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক সহ-সভাপতি জামাল দীন সুমন, সহ-সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক রাকিবুল হাসান, সহ-সাধারণ সম্পাদক আব্দুল বশির ডলার, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, সহ-সাংগঠনিক সম্পাদক বাবলু আলী, সহ-সাংগঠনিক সম্পাদক মমিন উদ্দিন জাদরান, দপ্তর সম্পাদক সুলতান মাহমুদ, সহ – দপ্তর সম্পাদক এস এম মাহফুজুর রহমান মারুফ, সহ – দপ্তর সম্পাদক মিজানুর রহমান মিঠু, সহ দপ্তর সম্পাদক জাকারিয়া আল ফয়সাল,অর্থ সম্পাদক আব্দুল আলিম,সহ – অর্থ সম্পাদক আব্দুল জাব্বার,ভারপ্রাপ্ত প্রচার সম্পাদক রায়হান রেজা, সহ প্রচার সম্পাদক সিজার হোসেন, সহ- প্রচার সম্পাদক মুমিত হাসান, সহ – আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ জন, সহ-মহিলা বিষয়ক সম্পাদিকা ঝরনা খাতুন, সহ – যুব ও ক্রীড়া সম্পাদক মোজাফফর হোসেন বুলু, ত্রাণ দুর্যোগ ও পুনর্বাসন সম্পাদক মোবারক হোসেন,সহ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জোবায়ের ইসলাম, নির্বাহী সদস্য লুৎফর রহমান, মুকুল হোসেন, এস এম শাহিদ হোসেন শিশির, আফজাল হোসেন, শাহিন উদ্দিন আকাশ।এছাড়াও উপস্থিত ছিলেন রাজশাহী জেলা ও উপজেলার জেলার সদস্য বদিউজ্জামান বিপুল, মুন্না আলী, ইসমাইল হোসেন, কামাল পাশা, আপেল মাহমুদ সাহাবুর রহমান সহ আরো অনেকে। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোক্তাদের হোসেন মন্টু এবং কোরআন তেলাওয়াত করেন সহ – ত্রাণ দুর্যোগ ও পুনর্বাসন সম্পাদক আল-আমিন ইসলাম।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না