খেলাধুলার সাথে জড়িত থাকলে মাদক থেকে দূরে থাকা যায়: হালিম জুয়েল
- আপডেট সময় : ০৮:৩১:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪
- / ৪৩
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম,এ,হালিম জুয়েল বলেছেন, খেলাধুলার সাথে জড়িত থাকলে মাদক থেকে দূরে থাকা যায়। যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই।
সোমবার (১৬ ডিসেম্বর) রাতে সিদ্ধিরগঞ্জের ১নং ওয়ার্ড মিজমিজি বাতানপাড়া তরুন সমাজের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরন অনুষ্ঠানে সভাপতির বক্তব্য তিনি একথা বলেন।
এসময় তিনি আরো বলেন, যুবক ও কিশোর-কিশোরীদের খেলাধুলার মধ্যে রাখতে হবে। খেলাধুলা করলে শরীর ও মন ভালো থাকে। সুস্থভাবে জীবনযাপন করতে খেলাধুলার বিকল্প নেই।
হালিম জুয়েল আরো বলেন. ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, ২লক্ষ মা,বোনের ইজ্জতের বিনিময়ে আমরা ১৬ ডিসেম্বর মহান স্বাধীনতা অর্জন করেছিলাম,এবং যে সমস্ত মুক্তিযোদ্ধা ভাইদের আত্মত্যাগের মাধ্যমে আমরা স্বাধীনতা অর্জন করেছি তাদের কে কতৃজ্ঞতার সাথে স্বরন করছি। এতে উদ্ধোধক হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা শামসুল হক ভূইয়া।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, ১ নং ওয়ার্ড বিএনপির ত্রান ও পূর্নবাসন সম্পাদক নাজিম উদ্দিন, স্বস্থ্য ও পরিবেশ কল্যাণ বিষয়ক সম্পাদক জাকির হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, জহিরুল ইসলাম, গোলাপ হোসেন, হামিদুল হক টুটুল ও নাহিদ হাসান প্রমূখ। অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলেন ১নং ওয়ার্ড ছাত্রদল নেতা ফাহাদ বিন হালিম হাছবি।উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন মোহাম্মদ সাগর। অনুষ্ঠানটির আয়োজন করেন, রনি, রাতুল, সাকিল, রুবেল, মাসুদ, সানি, জিহাদ, মিলন ও সাইফি।