সিদ্ধিরগঞ্জে এম,এ,হাসেম ইয়াতুন্নেছা ফাউন্ডেশন পরিচালিত পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানের বিজয় র্যালী
- আপডেট সময় : ০৮:১২:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪
- / ৩৩
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
সিদ্ধিরগঞ্জে এম,এ,হাসেম ইয়াতুন্নেছা ফাউন্ডেশন কতৃক পরিচালিত পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানের আলাদা ভাবে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে বিজয় র্যালী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ ডিসেম্বর) সকালে সিদ্ধিরগঞ্জের হিরাঝিলস্থ গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের অধ্যক্ষ মীর মোসাদ্দেক হোসেনের নেতৃত্বে গিয়াসউদ্দিন ইসলামিক মডেল, গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুল, বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন ইসলামিক গার্লস স্কুল, মাধ্যমিক ও প্রথমিক শাখার যৌথ ভাবে বিশাল এই বিজয় র্যালীটি অনুষ্ঠিত হয়।
র্যালীটি কলেজ ক্যম্পাস থেকে শুরু হয়ে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের শিমরাইল মোড় হয়ে পূনরায় কলেজ ক্যাম্পাসে এসে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন, গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ মিজানুর রহমান, হালিমা আক্তার, কাজী ফারহানা, সৈয়দ মনিরুজ্জামান মুকুল, উমর ফারুক, আবু তালেব, আবু তাহের ও আরিফুর রহমান, কামরুজ্জামান খাঁন, মাওলানা মাসুদ আলী, ফারুক হোসেন রাজু, মাসুদ রানা, এস,এম, শাহিনুর রহমান, তারেক আজিজসহ শিক্ষক,শিক্ষিকা,ছাত্র ও ছাত্রীরা। বিজয় র্যালীর আহ্বায়ক ছিলেন, মোহাম্মদ মুহিম উদ্দিন।