তারাকান্দা প্রতিনিধি:
তারাকান্দায় মহান বিজয় দিবস উপজেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসূচির মাধ্যমে পালিত হয়েছে। সোমবার, ১৬ ডিসেম্বর সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসের শুভ সূচনা করা হয়।
প্রথমে পুষ্পস্তবক অর্পন করেন উপজেলা নির্বাহী অফিসার নাজনীন সুলতানা। পড়ে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক দলের নেতা কর্মীরা পুষ্পস্তবক অর্পন করেন।
মহান বিজয় দিবস উপলক্ষে পতাকা উত্তোলন, দিনব্যাপী বিজয় মেলা, বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা প্রদান, মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শনী, প্রীতি ফুটবল প্রতিযোগিতা,পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম-আহ্ববায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার। আরও উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি সৈয়দ তামান্না হুরায়রা, তারাকান্দা থানার অফিসার ইনচার্জ ওসি টিপু সুলতান, তারাকান্দা মডেল প্রেসক্লাব সভাপতি নাজমুল হক প্রমূখ। এছাড়াও বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক,বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না