আফজাল হোসেন চাঁদ:
যশোরের ঝিকরগাছায় যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালন করা হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টা উপজেলা প্রশাসনের আযোজনে উপজেলার মোড়ের মুক্তিযুদ্ধের বিজয় স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, থানার প্রশাসন, পৌর কার্যালয়, যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ঝিকরগাছার জোনাল অফিস, ঝিকরগাছা সরকারি বহুমুখী মডেল (এমএল) হাই স্কুল, ঝিকরগাছা বিএম হাই স্কুল, সামাদ মেমোরিয়াল চাইল্ড লার্নিং হোমস, ঝিকরগাছা প্রেসক্লাব। এরপর উপজেলা পরিষদ চত্ত্বরে বিজয় দিবস উপলক্ষে বিজয় মেলার শুভ উদ্বোধন করতে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও শ্বেত পায়রা উড়িয়ে দেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসক ভুপালী সরকার। এছাড়াও স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠানে স্বাধীনতা সংগ্রামে আত্মোৎসর্গকারী শহীদ মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের স্মরণে দোয়া, সংবর্ধনা ও আলোচনা করেন।
আয়োজনে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসক ভুপালী সরকার। এ সময় তিনি তার বক্তব্যে বলেন, আজ বাঙ্গালী জাতির অন্যান্য গৌরবোজ্জ্বল দিন। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালের এই দিনে ক্লান্ত বিজয় অর্জন করে। মহান মুক্তিযুদ্ধের ৩০লক্ষ শহীদ ও দুই লক্ষ সম্ভ্রমহারা মা-বোনসহ সকল মুক্তিযোদ্ধাদের যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি লাল সবুজের পতাকা। আজকের এই বিজয়ের ৫৩ বছর পূর্তিতে ঐতিহাসিক এই লগ্নে আমি ঝিকরগাছাবাসী সহ সকলকে জানাই বিজয় দিবসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
এ সময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক নাভিদ সারওয়ার, থানার অফিসার ইনচার্জ বাবলুর রহমান খান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কামরুজ্জামান মোঃ জাহাঙ্গীর হুসাইন মিঞা, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মাহামুদুল হাসান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আশরাফুজ্জামান, উপজেলা নির্বাচন অফিসার সৌমেন বিশ্বাস ছন্দ, যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ ঝিকরগাছা জোনালের ডিজিএম টিএম মেসবাহ উদ্দিন, ঝিকরগাছা সরকারি বহুমুখী (এমএল) মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান আজাদ, সামাদ মেমোরিয়াল চাইল্ড লার্নিং হোমসের অধ্যক্ষ মাসুমা মিম, ঝিকরগাছা বিএম হাই স্কুলের প্রধান শিক্ষক আব্দুস সামাদ, ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, সহ সভাপতি আতাউর রহমান জসি, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক কামাল হোসেন, সদস্য আবিদুর রহমান, মাল্টিমিডিয়া ডট কম সার্ভিসের পরিচালক আফজাল হোসেন চাঁদ, উপজেলার ছাত্র প্রতিনিধিবৃন্দ।
এছাড়াও ঝিকরগাছা সরকারি বহুমুখী মডেল (এমএল) হাই স্কুলে সকাল ১০টায় স্বাধীনতা সংগ্রামে আত্মোৎসর্গকারী শহীদ মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের স্মরণে দোয়া ও আলোচনা করেন স্কুলের প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান আজাদ। এসময় উপস্থিত ছিলেন, সহকারী প্রধান শিক্ষক এএফএম সাজ্জাদুল আলম, সহকারী শিক্ষক সিরাজুল ইসলাম, আমিরুল ইসলাম, আফরোজা খানম, রাজিয়া সুলতানা, সুমা কর্মকার, স্বপন কুমার ঘোষ, উজ্জ্বল বিশ্বাস, দেবাশীষ বিশ্বাস সহ আরো অনেকে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না