ফুলবাড়িয়ায় ছাত্রলীগ নেতার উপর হামলা
- আপডেট সময় : ০৯:১৪:২৮ অপরাহ্ন, রবিবার, ২৫ ডিসেম্বর ২০২২
- / ৬৩
ফুলবাড়িয়া সংবাদদাতা
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ইউনিয়ন ছাত্রলীগ নেতার উপর হামলার ঘটনা ঘটেছে। হামলায় আহত ছাত্রলীগ নেতা মাইনুল ইসলাম শুভ (২৩) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। সে রঘুনাথপুর গ্রামের ব্যাংক কর্মকতা (অব.) নজরুল ইসলামের ছোট ছেলে। শনিবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাতে এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
জানা যায়, শনিবার দিবাগত রাত সাড়ে ১২ টায় একই উপজেলার ধুরধুরিয়া গ্রামে ধর্মীয় সভা শোনা শেষে ভ্যানগাড়ী যোগে বন্ধু অমিত হাসান বিজয় (২২), মিলন মিয়া (২৩) সহ তিনজন বাড়ীতে ফিরছিলেন। ধুরধুরিয়া বাজার পার হয়ে জনৈক খাইরুলের ফিসারি সংলগ্ন স্থানে পৌঁছালে ভ্যানগাড়ীর গতিরোধ করে এলোপাথারী মারধর শুরু করে দুর্বত্তরা।
হামলায় তিনবন্ধু আহত হলেও শুভ গুরুতর আহত হয়। তাদের ডাক চিৎকারে স্থানীয় ও পথচারীরা তাদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে পাঠায়। হামলায় আহত অপর দুই বন্ধু প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় রবিবার আহত ছাত্রলীগ নেতার বড় ভাই মাজহারুল ইসলাম বাদী হয়ে শরিফুল ইসলাম সহ ৯ জনের নাম উল্লেখ করে ১৫/২০ জন অজ্ঞাতনামাদের বিবাদী করে একটি অভিযোগ থানায় দায়ের করেন।
আহত মাইনুল ইসলাম শুভ বলেন, তাদের কাছে অনেক কাকুতি মিনতি করেছি কিন্তু আমার কোন কথা শুনেনি। আমার পিঠ, কপাল, হাত-পা সহ শরীরের বিভিন্ন জায়গায় মারাত্মক জখম করেছে। আমার একটা দাঁত ভেঙ্গে দিয়েছে সন্ত্রাসীরা। আমাকে প্রাণে মেরে ফেলতে চেয়েছিল ওরা। আমার অপরাধ আমি কেন ছাত্রলীগকে সুসংগঠিত করছি। তারা সবাই ছাত্র-শিবিরের রাজনীতির সাথে জড়িত।
মামলার বাদী শুভ’র বড় ভাই মাজহারুল ইসলাম বলেন, আমার ছোট ভাই মাইনুল ইসলাম শুভ, ভাতিজা অমিত হাসান বিজয় ও মিলন মিয়াসহ পৌরসভাস্থ আমার ফুফুর বাড়ী হতে এক লক্ষ সত্তর হাজার টাকা নিয়া বাড়ি উদ্দেশ্যে রওনা দিলে পতিমধ্যে ধুরধুরিয়া বাজারে সভা শুনে বাড়ীতে ফেরার পথে ১২.৩০ ঘটিকায় রাস্তায় হামলার শিকার হয়। এ সময় তার কাছ থেকে হামলাকারীরা ৩টি মোবাইল ছিনিয়ে নিয়ে যায়।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই জাহাঙ্গীর আলম জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।