প্রতিদিনের নিউজ:
আবারও মা হয়েছেন জনপ্রিয় নায়িকা কোয়েল মল্লিক। শনিবার, ১৪ ডিসেম্বর সকালে কন্যা সন্তানের জন্ম দেন তিনি। বিষয়টি পোস্টকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে নিশ্চিত করেন কোয়েল নিজেই। তিনি লিখেছেন, আমরা আশীর্বাদধন্য আমাদের কন্যাকে পেয়ে।
দ্বিতীয়বার মা হতে যাওয়ার খবরটি আগেই সামাজিক মাধ্যমে ভক্তদের জানিয়েছিলেন তিনি। এদিকে খুশির শেয়ার করার সঙ্গে সঙ্গে কোয়েল ভক্তরা কমেন্টস সেকশনে শুভেচ্ছাবার্তা জানাচ্ছেন।
বলে রাখা ভালো, ২০২০ সালের এপ্রিল মাসে প্রথম সন্তানের জন্ম দেন কোয়েল। পুত্রসন্তান কবীরের জন্মের আগে নানা ধরনের খবর সামাজিকমাধ্যমে শেয়ার করতেন এই নায়িকা।
তবে দ্বিতীয় সন্তান জন্মানোর আগে তেমন কোনো পোস্ট বা ছবি শেয়ার করতে দেখা যায়নি কোয়েলকে। প্রায় সাত বছরের প্রেমের পর ২০১৩ সালে বিয়ে বন্ধনে আবদ্ধ হন কোয়েল মল্লিক ও চলচ্চিত্র প্রযোজক নিশপাল সিং। ঘনিষ্ঠ এবং পরিবারের লোকজনদের নিয়ে বিয়ের পর্ব সেরেছিলেন তারা।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না