১০:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

রূপগঞ্জে ডাকাতির মামলায় ছাত্রদলের দুই নেতাসহ গ্রেপ্তার-৪

রিপোর্টার
  • আপডেট সময় : ০৫:০৬:০৩ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪
  • / ৪৮

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মোঃ নুর আলম:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মেটা সেন্টার লিমিটেড ডকইয়ার্ড নামের একটি প্রতিষ্টানে ডাকাতির ঘটনায় দায়ের করা মামলায় ছাত্রদলের দুই নেতাসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনীর সদস্যরা। রবিবার (১৫ ডিসেম্বর) ভোর রাতে উপজেলার দড়িকান্দি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ সম্পাদক মেহেদী হাসান রিপন (৩২), মুড়াপাড়া কলেজ শাখা ছাত্রদলের সাবেক সদস্য সচিব আকিব হাসান (৩০), উপজেলার দড়িকান্দি এলাকার হাসান আলীর ছেলে পাপ্পু মিয়া (৩৩) ও সাদিকুল ইসলাম সাদু (৪০)।

যৌথ বাহিনীর বরাত দিয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, গত ১৮ নভেম্বর মুরাপাড়া এলাকার মেটা সেন্টার লিমিটেড ডকইয়ার্ডে একদল দুর্বৃত্ত ডাকাতি করে। একই দল ০৪ ডিসেম্বর ওই ডকইয়ার্ডের কর্মকর্তাদের উপর আবার আক্রমণ করে তাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের জন্য তাদের বাধ্য করার চেষ্টা করে। মেহেদী হাসান রিপন ও আকিব হাসানের নেতৃত্বে পরিচালিত এ চক্রটির বিরুদ্ধে এই এলাকায় একাধিক চাঁদাবাজি ও ডাকাতির অভিযোগ রয়েছে। রূপগঞ্জ আর্মি ক্যাম্পের বিভিন্ন টহল দল দীর্ঘদিন ধরে এই চক্রটিকে ধরার চেষ্টা করছিলো। এই চক্রটি বেশিরভাগ সময় এলাকায় থাকতো না এবং খুব অল্প সময়ের জন্য এলাকায় এসে বিভিন্ন অপরাধ পরিচালনা করে স্থান ত্যাগ করতো। গত ১৫ ডিসেম্বর রাত ৩টায় রূপগঞ্জ আর্মি ক্যাম্প ও পুলিশ এর একটি দল তাদের এলাকায় অবস্থান নিশ্চিত করে যৌথ অভিযান চালিয়ে ডকইয়ার্ডের ডাকাতি মামলায় ওই ৪ জনকে গ্রেপ্তার করে।

ওসি আরো জানান, রূপগঞ্জ একটি অত্যন্ত অপরাধ প্রবন এলাকা হওয়া সত্ত্বেও রূপগঞ্জ সেনাবাহিনী ক্যাম্প এর তত্ত্বাবধানে পরিচালিত যৌথবাহিনীর নিয়মিত টহল, যৌথ অভিযান ও রাত্রিকালীন মোবাইল চেকপোস্ট পরিচালনার কারণে অপরাধকর্ম অনেকাংশেই কমে গিয়েছে এবং জনমনে সস্থি ফিরেছে। গ্রেপ্তারদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।


সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

রূপগঞ্জে ডাকাতির মামলায় ছাত্রদলের দুই নেতাসহ গ্রেপ্তার-৪

আপডেট সময় : ০৫:০৬:০৩ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মোঃ নুর আলম:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মেটা সেন্টার লিমিটেড ডকইয়ার্ড নামের একটি প্রতিষ্টানে ডাকাতির ঘটনায় দায়ের করা মামলায় ছাত্রদলের দুই নেতাসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনীর সদস্যরা। রবিবার (১৫ ডিসেম্বর) ভোর রাতে উপজেলার দড়িকান্দি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ সম্পাদক মেহেদী হাসান রিপন (৩২), মুড়াপাড়া কলেজ শাখা ছাত্রদলের সাবেক সদস্য সচিব আকিব হাসান (৩০), উপজেলার দড়িকান্দি এলাকার হাসান আলীর ছেলে পাপ্পু মিয়া (৩৩) ও সাদিকুল ইসলাম সাদু (৪০)।

যৌথ বাহিনীর বরাত দিয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, গত ১৮ নভেম্বর মুরাপাড়া এলাকার মেটা সেন্টার লিমিটেড ডকইয়ার্ডে একদল দুর্বৃত্ত ডাকাতি করে। একই দল ০৪ ডিসেম্বর ওই ডকইয়ার্ডের কর্মকর্তাদের উপর আবার আক্রমণ করে তাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের জন্য তাদের বাধ্য করার চেষ্টা করে। মেহেদী হাসান রিপন ও আকিব হাসানের নেতৃত্বে পরিচালিত এ চক্রটির বিরুদ্ধে এই এলাকায় একাধিক চাঁদাবাজি ও ডাকাতির অভিযোগ রয়েছে। রূপগঞ্জ আর্মি ক্যাম্পের বিভিন্ন টহল দল দীর্ঘদিন ধরে এই চক্রটিকে ধরার চেষ্টা করছিলো। এই চক্রটি বেশিরভাগ সময় এলাকায় থাকতো না এবং খুব অল্প সময়ের জন্য এলাকায় এসে বিভিন্ন অপরাধ পরিচালনা করে স্থান ত্যাগ করতো। গত ১৫ ডিসেম্বর রাত ৩টায় রূপগঞ্জ আর্মি ক্যাম্প ও পুলিশ এর একটি দল তাদের এলাকায় অবস্থান নিশ্চিত করে যৌথ অভিযান চালিয়ে ডকইয়ার্ডের ডাকাতি মামলায় ওই ৪ জনকে গ্রেপ্তার করে।

ওসি আরো জানান, রূপগঞ্জ একটি অত্যন্ত অপরাধ প্রবন এলাকা হওয়া সত্ত্বেও রূপগঞ্জ সেনাবাহিনী ক্যাম্প এর তত্ত্বাবধানে পরিচালিত যৌথবাহিনীর নিয়মিত টহল, যৌথ অভিযান ও রাত্রিকালীন মোবাইল চেকপোস্ট পরিচালনার কারণে অপরাধকর্ম অনেকাংশেই কমে গিয়েছে এবং জনমনে সস্থি ফিরেছে। গ্রেপ্তারদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।


সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন