রবিউল আলম, গাজীপুর:
গাজীপুর মহানগরীর পূবাইলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও চুরি ডাকাতি প্রতিরোধে শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় নগরীর ৪০নং ওয়ার্ড এলাকাবাসীর আয়োজনে কুদাব এলাকায় নাগরিক সমাজের সকল ধর্ম ও শ্রেনী পেশার মানুষের সাথে মতবিনিময় সভা করেছে পূবাইল থানা পুলিশ।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কাউন্সিল এসোসিয়েশনের সভাপতি, পূবাইল থানা বি এন পি এর সাবেক সদস্য সচিব, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও ৪০নং ওয়ার্ড এর সাবেক কাউন্সিলর এ্যাড নজরুল ইসলাম খান, প্রধান অতিথির বক্তব্যে এড.নজরুল ইসলাম খান বলেন, এলাকায় শান্তি শৃংখলা রক্ষায়, মাদক, চোরাকারবারি ও ডাকাতি প্রতিরোধে আমরা পুলিশ কে সহযোগিতা করব, এবং এলাকায় স্থানীয় ভাবে ডাকাতি প্রতিরোধে পাহাড়ার ব্যাবস্থা করা হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর মহানগরীর পূবাইল থানার অফিসার ইনচার্জ আমিরুল ইসলাম, সভাপতির বক্তব্যে আমিরুল ইসলাম বলেন চুরি, ডাকাতি, ছিনতাই প্রতিরোধে পুলিশের পাশাপাশি জনগন কে সচেতন থাকতে হবে, বাড়ি ভাড়া দেওয়ার ক্ষেত্রে অবশ্যই থানার ভাড়াটিয়া ফ্রম সংগ্রহ করে পূরন করতে হবে, এসময় তিনি পুলিশের জনবল সংকট এর মনে করিয়ে দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে জনগনের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পূবাইল থানা বি এন পি এর প্রভাবশালী সদস্য জনাব রাশেদ মোল্লা, টংগী সাব রেজিস্ট্রি অফিসের বিশিষ্ট দলিল লেখক ও বি এন পি নেতা শহীদ খান সহ স্থানীয় বি এন পি ও নানা শ্রেণী পেশার সহস্রাধিক জনগণ।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না