মোজাম্মেল হক:
চাটখিল শনিবার,১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে চাটখিল উপজেলা প্রশাসন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
চাটখিল উপজেলার নবাগত নির্বাহী অফিসার মিজানুর রহমানের সভাপতিত্বে সহকারী কমিশনার (ভূমি) আকিব ওসমানের পরিচালনায় সভায় উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক দল ও ছাত্র প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।
সভায় চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী, জাতীয় সমাজতান্ত্রিক দলের চাটখিল পৌরসভা সভাপতি সার্জেন্ট দীন মোহাম্মদ, জামায়াত নেতা মো. ওমর ফারুক, উপজেলা সমাজ সেবা অফিসার আলী হোসেন সহ বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা ও ছাত্র প্রতিনিধিগণ বক্তব্য রাখেন। বক্তারা শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে (১৪ ডিসেম্বর) ১৯৭১ সালে জাতিকে মেধাশূণ্য করার লক্ষ্যে পাক হানাদার বাহিনী তাদের এদেশীয় দোসর, রাজাকার আলবদর আল শামস্ বাহিনীর সহযোগিতায় হত্যা করে। বক্তারা আরো বলেন আগামীর বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে ছাত্র জনতার আন্দোলন কোন ভাবেই বিফল হতে দেওয়া যাবে না।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না