পূবাইল মেট্টো থানা কেজি স্কুল এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা শুরু
- আপডেট সময় : ০৭:৫৮:১৩ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪
- / ৫৪
রবিউল আলম, গাজীপুর:
গাজীপুর মহানগরীর পূবাইল মেট্টো থানার আওতাধীন ১২টি কেজি স্কুলের ছাত্রছাত্রীদের বৃত্তি পরীক্ষা শুরু হয়েছে। শনিবার, ১৪ ডিসেম্বর সকালে অত্যান্ত মনোরম পরিবেশে আমির উদ্দিন মুন্সি স্কুল এন্ড কলেজ ও একটিভ প্রি-ক্যাডেট স্কুল কেন্দ্রে এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পূবাইল মেট্রো থানার অন্তর্ভুক্ত স্কুলের প্রায় ৫ শতাধিক ছাত্র-ছাত্রী এ বৃত্তি পরীক্ষায় অংশ নেয়। সকাল থেকে পূবাইলের বিভিন্ন কেজি স্কুলের কোমলমতি ছাত্রছাত্রীরা তাদের অভিভাবকদের সাথে উৎসব মুখর পরিবেশে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয়।
এই বৃত্তি পরীক্ষা দেখতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হন, সাবেক সেন্ট্রাল কলেজে ও বর্তমান আমির উদ্দিন মুন্সি স্কুল এণ্ড কলেজের অধ্যক্ষ মোল্লা মেহেদী হাসান রিয়াদ, মাসুদুর রহমান সিদ্দিকী সভাপতি পূবাইল মেট্রো থানা কেজি স্কুল এসোসিয়েশন, মোঃ বিল্লাল হোসেন সাধারণ সম্পাদক পূবাইল মেট্রো থানা কেজি স্কুল এসোসিয়েশন। গাজীপুর মহানগর কেজি স্কুল এসোসিয়েশন সদস্য ফারুক আহমেদ। মুক্তধারা বিদ্যানিকেতনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা কামরুন্নাহার। রেনবো একাডেমির সহকারী প্রধান শিক্ষক বাকির হোসেন সরকার।রৌজ কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুলের প্রধান শিক্ষিকা নাছিমা বেগম। এ এইচ এম ল্যাবরেটরি স্কুলের প্রধান শিক্ষিকা আমেনা আক্তার জাহান। হায়দরাবাদ ফুলকুঁড়ি কিশলয়ের প্রধান শিক্ষক ওবায়দুল্লাহ। ফাতেমা রানী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শিপ্রা রোজারিও। গ্লোবাল ইংলিশ স্কুলের প্রধান শিক্ষিকা চপলা মন্ডল। মেঘডুবী আর্দশ বিদ্যানিকেতনের পরিচালক মকবুল হোসেন। জহুরা খাতুন আদর্শ উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক আকরাম হোসেন মাস্টার। হায়দ্রাবাদ প্রি-ক্যাডেট স্কুল এর পরিচালক শাহিন আলম।মারুকা কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুলের প্রধান শিক্ষক মারুফুল ইসলাম শান্ত। হায়দ্রাবাদ ফুলকুঁড়ি কিশালয়ের প্রধান শিক্ষিক ওবায়দুল্লাহ। ব্রাইট ফিউচার এর প্রধান শিক্ষক রবিন বৌদ্ধ।