প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৫, ২০২৪, ১০:৩৯ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৪, ২০২৪, ৪:৫৬ পি.এম
মতলবে শহীদ বুদ্ধিজীবী দিবসে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা
মতলব উত্তর প্রতিনিধি:
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে ১৪ ডিসেম্বর শনিবার সকাল ১০ ঘটিকায় উপজেলা প্রশাসনের আয়োজনে ইউএনও একি মিত্র চাকমা এর নেতৃত্বে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পরে উপজেলা পরিষদের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার একি মিত্র চাকমা। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফুল আলমের পরিচালনায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা, উপজেলা কৃষি অফিসার ফয়সাল মোহাম্মদ আলী, মতলব উত্তর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. হাসিবুল ইসলাম, মতলব উত্তর থানার ওসি মো.রবিউল হক, বীর মুক্তিযোদ্ধা নুরুল হক, গজরা ইউপি চেয়ারম্যান শহীদ উল্লাহ প্রধান, সাংবাদিক নুর মোহাম্মদ প্রমুখ।
এসময় শহীদ বুদ্ধিজীবী দিবসের ইতিহাস ও ঘটনাবলী তুলে ধরেন ইউএনও। নতুন প্রজন্মের মাঝে প্রকৃত ইতিহাস ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
____ কারিগরি সহযোগিতায় @ প্রতিদিনের নিউজ ডটকম____