সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
সিদ্ধিরগঞ্জের জালকুড়ি হাই স্কুল কলেজের প্রতিষ্ঠাত, গভর্ণিং বডির সভাপতি এস,এম,কামাল হোসেন বলেছেন, আমরা শুধু তোমাদের সুযোগ সৃষ্টি করে দেওয়ার জন্য আছি। তোমাদের জীবনটা গড়ার দায়ীত্ব শুধু তোমাদের, আর তোমাদের এই শিক্ষক,শিক্ষীকাদের।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকালে জালকুড়ি হাই স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি একথা বলেন।
এসময় তিনি আরো বলেন, আমাদের দায়ীত্ব ও স্বপ্ন হলো কোন শিক্ষার্থী যেন মাঝ পথে জড়ে না যায়, প্রতেকেই যেন জীবনে পছফুটিত হয়ে সুবাস ছড়িয়ে দিতে পারে সবখানে, সেটাই আমাদের দায়ীত্ব।
এর জন্যই বলছি সব কিছুর মূলে হলো শিক্ষার্থীরা, তোমরা যদি আমাদের কথা,শিক্ষক,শিক্ষীকাদের কথা মতো চলো, লেখাপড়া করো এবং ভালো মানুষের গুণাবলী অর্জন করতে পারো তাহলে তুমি সফল।
কামাল হোসেন আরো বলেন, জ্ঞানই শক্তি, ক্রীড়াই শক্তি, বই পড়লে যেমন জ্ঞান অর্জন হয়, ক্রীড়ায় তেমনি গায়ে শারীরিক শক্তি অর্জন হয়।
কাজেই যে যত জ্ঞানী হয় না কেন, শরীরটা যদি ভালো না থাকে, তার মনটা ভালো হবেনা। কাজেই শরীর এবং জ্ঞান দুইটার মধ্যে সমন্বয় রাখতে হবে।
এর জন্যই ক্রীড়া প্রতিযোগিতা, তোমরা সকাল বেলা একটু হাটবে, বাসায় একটু ব্যায়াম করবে এবং এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতায় অংশ গ্রহন করবে, তাহলে তোমাদের শরীরটা সুস্থ থাকবে, ভালো থাকবে।
আর বই পড়ে অন্যান্য কারিকুলামে অংশ গ্রহন করে জ্ঞান বৃদ্ধি করবা, তাহলে দেখবা যে তুমি একজন স্বয়ংসম্পূর্ণ, সফল মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবা।
জালকুড়ি হাই স্কুল এন্ড কলেজের দাতা সদস্য জাকির হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জালকুড়ি হাই স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মোশারফ হোসেন, অভিভাবক সদস্য মোবারক হোসেন, মনির হোসেন, সাইফুল ইসলাম, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য ফাতেহা খাঁন, শিক্ষক প্রতিনিধি আনোয়ারুল হক ও সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি লাবনী সুলতানা প্রমূখ।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না