মো. নুর আলম:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মুড়াপাড়া এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় মো. রিয়াদ হোসেন (২৭) নামে এক যুবক নিহত হয়েছে। তিনি নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার বানিয়াদী এলাকার নুরুল আমিনের ছেলে এই ঘটনায় আরেক মোটরসাইকেল আরোহী কাজল আহত হয়েছে।
বুধবার (১১ ডিসেম্বর) রাত ৭টায় বিষয়টি নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিয়াকত আলী।
এর আগে বিকেলে রূপগঞ্জের গঙ্গানগর এলাকার টাইগার ফ্যাক্টরির সামনে এ ঘটনা ঘটে। এরপর গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক ) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।জানা যায়, নিহত রিয়াদ একটি বেসরকারি কোম্পানির বিক্রয় বিভাগে চাকরি করতেন।
রিয়াদের বন্ধু সবুজ জানান, রিয়াদ ও কাজল দুইজনে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় দ্রুতগতির একটি ব্যাটারি চালিত অটোরিকশা তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিলে দুই জনই গুরুতর আহত হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিয়াদকে মৃত ঘোষণা করেন।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না