মো. নুর আলম:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে জুলফিয়ার জিহাদ(৬) নামে এক শিশুপুত্রকে পানিতে ফেলে হত্যার ঘটনায় আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছেন বাবা জুবায়ের হাসান হিমেল (৩০)। বুধবার বিকেলে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নূর মহসিনের আদালতে এ জবানবন্দী প্রদান করেন। এরপর তাকে কারাগারে প্রেরণ করা হয়।
আজ বুধবার সন্ধ্যায় স্বীকারোক্তিমূলক জবানবন্দীর বিষয়টি নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক মো. কাইউম খান। আসামি জুবায়ের হাসান হিমেল নরসিংদীর সাটির পরা ইউনিয়নের নগরকান্দি গ্রামের হানিফ মিয়ার ছেলে।
আসামি জুবায়ের হাসান হিমেলের বরাতে তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মো. জহুরুল ইসলাম জানান, ঘাতক বাবা জুবায়ের হাসান হিমেল তার ছেলের ভবিষ্যত নিয়ে হতাশাগ্রস্থ ছিলেন। এই হতাশা থেকেই সে তার শিশু সন্তান জুলফিয়ার জিহাদকে পানিতে চুবিয়ে হত্যা করে। এর আগে মঙ্গলবার ঘাতক বাবার দেওয়া তথ্য মতে এশিয়ান হাইওয়ে সড়কের পাশে একটি ডোবার কচুরিপানার নিচ থেকে শিশু জুলফিয়ার জিহাদের মরদেহটি উদ্ধার করে ফায়ার সার্ভিস।
পুলিশ সূত্রে জানা যায়, ঘাতক বাবা জোবায়েরের সাথে তার স্ত্রীর দীর্ঘদিন পারিবারিক কলহ চলে আসছিল। এরই সূত্র ধরে তার স্ত্রী তাকে ফেলে অন্যত্র চলে যায়। পরে ছেলে জুলফিয়ার জিহাদ কে নিয়ে রূপগঞ্জের ভুলতা গাউছিয়া চলে আসেন। ছেলে ভরণপোষণ নিয়ে জটিলতা তৈরি হওয়ায় মানসিক বিকারগ্রস্থ হয়ে পড়ে সে। ছেলেকে বোঝা মনে হওয়ায় গত সোমবার দুপুরে তাকে পানিতে ফেলে হত্যা করেন। মঙ্গলবার বিকাল ৫ টার দিকে ভুলতা পুলিশ ফাঁড়িতে এসে নিজেই ছেলেকে হত্যার কথা জানান। পরে তাৎক্ষণিক ভূলতা ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস খবর দিলে এশিয়ান হাইওয়ে সড়কের মুন্সি পেট্রোল পাম্পের সামনে একটি জলাবদ্ধ ডোবার মধ্যে কচুরিপানার নিচ থেকে জুলফিয়ার জিহাদের মরদেহ উদ্ধার করে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না