সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :
বিএনপির তিন সহযোগী সংগঠন ছাত্রদল, যুবদল ও সেচ্ছাসেবক দলের ‘ঢাকা থেকে আখাউড়া’ অভিমুখের লংমার্চ শুরু হয়েছে। লংমার্চকে স্বাগত জানাতে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক শহিদুল ইসলামের নেতৃত্বে বিভিন্ন ব্যানার ফেস্টুন প্ল্যাকার্ড হাতে সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মাদানী নগর এলাকায় অবস্থান ও মিছিল করে যুবদলের হাজার খানেক নেতাকর্মীরা।
বুধবার (১১ ডিসেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের লংমার্চে উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আরমান হোসেন, ৫নং ওয়ার্ড যুবদলের সভাপতি শাহ-জালাল কালু, যুবদল নেতা আরিফ সাউদ, ইমন, সিফাতুর রহমান রাজু, মোহাম্মদ সোহেল, সাজ্জাদ, ইব্রাহিম, আরাফাত, আলম, রুবেল, আশিক, শাহ-আলম, কাউছার আহমেদ ও মৃদুল প্রমূখ।
ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, বাংলাদেশের পতাকার অবমাননার প্রতিবাদে এই লংমার্চ কর্মসূচি পালন করছে বিএনপির তিন অঙ্গ ও সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না